অর্গান
মাঠ থেকে জল নেমে গেলে আবহমান দৃশ্য রচিত
হয় পৃথিবীতে কত আলো।
আলোর বিন্যাস বদলে গেলে শিস ও অর্গান
একসাথে বাজে
বিস্তারিত হই।
দৃশ্য ভেঙে ফেলি।
জলের প্রহারে প্রহারে আমাদের দিন কাটে।
-------------
গান
উঠোনে আগুন দেখে যে পাখি উড়ে যায়
তাকে আমি ভুট্টাবনের ভেতর ডেকে আনি
এদিকে ব্রিজ ভেঙে গেছে।
পুতুল পড়ে আছে রাস্তায়।
অথচ বাঁশি আছে, শিস নেই
পুকুরের জলে ভাসে হাঁস,হাড়ি ও পাতিল
-------------------
শীত
উজান দেশে বৃষ্টি হলে
আমাদের এখানে শীত কমে গেলে
পুরনো সার্কাসের তাঁবুর দিকে হাঁটতে শুরু করেন
জোকার
তখন চারপাশে শুধু গান আর গান।