পূজা

অপেক্ষার চোখে কালি
পলতে কমানো আলো
রিক্ত পথের আপন ছায়া
চোখেই কথা বলো...
 
বলবো কেন বলো?
 
 
কথার আঁধাররেণু
একলা ভোরবেলা
কমন্ডলু স্তনে-- 
কেবলই দেয় দোলা
 
কিযে লিখবো আর 
তোমাকে ভোলবার...
 

  • অরিজিৎ চক্রবর্তী
img
আগের পাতা
গহন