ফিল ইন দ্যা ব্ল্যাংকস

  ‘ফিল ইন দ্যা ব্ল্যাংকস’

বা “শূন্য স্থানে সঠিক শব্দ বসাও”-

অত্যন্ত প্রিয় বিষয় ছিলো।

ক্লাস টেষ্ট,হাফ ইয়ারলি

বা এন্যুয়েল-

সে যে পরীক্ষায় হোক না কেন

প্রথম লিখতাম এ প্রশ্নের উত্তর।

আশ্চর্য্য জনক ভাবে

ভুল হতো খুব কম।

জন্ম নিলো আত্মশ্লাঘা।

ভাবতে শুরু করলাম

এই পৃথিবীর সব শূন্য স্থান

আমি পূরন করতে পারি।

আজ এই পরিনত সময়ে

বট বৃক্ষের ছায়া চূত্য আমি

প্রতিপদে অনুভব করি

সব শূন্য স্থান পূরন করা যায় না-

যেমন তুমি চলে যাবার পর

আমার একান্ত শূন্যতা টুকু।

 

  • সুখেন্দু ব্যানার্জী
img
আগের পাতা
অনাগত