আজকাল ওয়েবডেস্ক: ভারী বৃষ্টি, তুষারপাতে বিধ্বস্ত জম্মু ও কাশ্মীর। রবিবার সাতসকালে রেয়াসি জেলায় ভূমিধসে প্রাণ হারালেন এক মা ও তাঁর তিন কন্যাসন্তান।
পুলিশ সূত্রে খবর, আজ সকালে মোহরা সাব ডিভিশনের চাসানা গ্রামে ভূমিধসের ঘটনাটি ঘটে। সেখানেই কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। একটি বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘুমন্ত অবস্থায় সেই ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু হয় এক মহিলা ও তাঁর তিন নাবালক কন্যাসন্তানের। আহত হয়েছেন ওই পরিবারের আরও ২ জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
শুক্রবার ও শনিবার জম্মু ও কাশ্মীর জুড়েই ব্যাপক ঝড়বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টির পর তুষারপাত হয়েছে। ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টিতে বহু বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশ সূত্রে খবর, আজ সকালে মোহরা সাব ডিভিশনের চাসানা গ্রামে ভূমিধসের ঘটনাটি ঘটে। সেখানেই কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। একটি বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘুমন্ত অবস্থায় সেই ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু হয় এক মহিলা ও তাঁর তিন নাবালক কন্যাসন্তানের। আহত হয়েছেন ওই পরিবারের আরও ২ জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
শুক্রবার ও শনিবার জম্মু ও কাশ্মীর জুড়েই ব্যাপক ঝড়বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টির পর তুষারপাত হয়েছে। ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টিতে বহু বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
