বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | Music: ‘বড় একা লাগে’ গানের তিন স্তম্ভই প্রয়াত: জয়।। গৌরীদা-পুলকদার মতো মিল্টুদা নিজের মত চাপাতেন না: শিবাজি

Reporter: শ্যামশ্রী সাহা | লেখক: উপালি মুখোপাধ্যায় | Editor: শ্যামশ্রী সাহা ২৯ ফেব্রুয়ারী ২০২৪ ১৫ : ১১


"এক তাজমহল গড়ো... হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে..."

এই গান শুনে যাঁরা বড় হয়েছেন তাঁরা এক ডাকে মনে করতে পারেন বাংলা গানের স্বর্ণযুগের গীতিকার মিল্টু ঘোষকে। খবর, বৃহস্পতিবার সকালে তিনি শহরের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। বয়স হয়েছিল ৯০ বছর। প্রবীণ গীতিকার বরাহনগরের বাড়িতেই থাকতেন। অসুস্থতার কারণে বহুকাল তিনি সঙ্গীত দুনিয়া থেকে দূরে। মিল্টুবাবু সম্পর্কে আজকাল ডট ইনের কাছে প্রতিক্রিয়া জানিয়েছেন শিবাজি মুখোপাধ্যায়, জয় সরকার। প্রবীণ গায়কের দাবি, ‘‘ভীষণ মিষ্টি স্বভাবের মানুষ ছিলেন। বড় পদে চাকরি করেও মনে রাখার মতো গান লিখে গিয়েছেন।’’ জয়ের কথায়, ‘‘ভাবতে অবাক লাগছে, "চৌরঙ্গী" ছবির বিখ্যাত গান ‘বড় একা লাগে’র নেপথ্য তিন কারিগর ১০ দিনের মধ্যে চিরবিদায় নিলেন!’’ 

শিবাজি আরও বলেছেন, ‘‘প্রথম সারির সংস্থায় বড় পদে চাকরি করতেন মিল্টুদা। সারাদিন পরিশ্রমের পরে তিনি গান লিখতে বসতেন। এবং প্রত্যেকটা গান মনে রাখার মতো। পিণ্টু ভট্টাচার্য, তরুণ বন্দ্যোপাধ্যায়-সহ সেই সময়ের সমস্ত গায়ক ওঁর গান গেয়েছেন।’’ মিল্টু ঘোষের সময় মধ্য গগনে গৌরীপ্রসন্ন মুখোপাধ্যায়, পুলক বন্দ্যোপাধ্যায়ের মতো গীতিকার। এই দুই স্তম্ভের আড়ালে ঢাকা না পড়ে কী করে নিজের স্বাতন্ত্র্য বজায় রেখেছিলেন সদ্যপ্রয়াত গীতিকার? এ প্রসঙ্গে গায়কের দাবি, ‘‘এক, তাঁর মাটির কাছাকাছি থাকা। সবার সঙ্গে মিষ্টিভাবে কথা বলতেন। দুই, কখনও নিজের মত গায়কের উপরে চাপিয়ে দিতেন না। যেটা গৌরীা পুলকদা প্রচণ্ড পরিমাণে করতেন। তিন, ওঁরা দু’জনেই বেসিক গানের পাশাপাশি ছায়াছবির গানও লিখেছিলেন। মিল্টুদা শুধুই বেসিক গান লিখেছেন। সেই জায়গা থেকেও তাঁর আলাদা পরিচিত তৈরি হয়েছিল।’’ শিবাজিও মিল্টু ঘোষের লেখা ‘মনের মাদল বাজায় রে বোল’ গানটি গেয়েছিলেন।

মিল্টু ঘোষ বললেই জয়ের কানে বাজে পিন্টু ভট্টাচার্যের গাওয়া কালজয়ী গান ‘এক তাজমহল গড়ো’। তারপরেই তাঁর সংযোজন, ‘‘চৌরঙ্গী ছবির গানের কথা উঠলেই আজও সবার মুখে মুখে ফেরে ‘বড় একা লাগে’ গানটি। এই গানের গীতিকার মিল্টু কাকু, সুরকার অসীমা মুখোপাধ্যায়। গানটির সঙ্গে জড়িত অঞ্জনা ভৌমিক। তিন জনেই কাকতালীয় ভাবে ১০ দিনের মধ্যে চিরবিদায় নিলেন!’’ জয়ের বাবা সুধীন সরকার সেই সময়ের সুরকার-শিল্পী। বাবার দৌলতে তাই অনেক প্রথিতযশা ব্যক্তিত্বের সঙ্গে পরিচয় হয়েছিল তাঁর। কেবল মিল্টু ঘোষকেই তিনি সামনাসামনি দেখেননি। তাঁর মতে, প্রবীণ গীতিকার ছিলেন স্বর্ণযুগের শেষ চিহ্ন। তাঁর প্রয়াণ একটা যুগকেই যেন মুছে দিল। এদিন জয়ের আরও আফসোস, এই প্রজন্ম মনে রাখেনি স্বর্ণযুগের শিল্পী, গীতিকার, সুরকারদের। তাঁদের আগ্রহই নেই গানের স্বর্ণযুগকে মনে রাখার।








বিশেষ খবর

নানান খবর

নানান খবর

মিলল না সমাধান, ফেডারেশনের তরফে বৃহস্পতিবারের মধ্যে সাড়া না পেলে শুক্রবার থেকেই কর্মবিরতির ডাক পরিচালক সংগঠনের...

'সিনড্রেলা' এল ঘরে, বাবা হওয়ার আনন্দের মুহূর্ত আজকাল ডট ইনের সঙ্গে ভাগ করে নিলেন সপ্তক সানাই ...

শাহরুখের হাত ধরে বড়পর্দায় রাজকুমার? কোন ছবিতে তাঁর গলায় ফের শোনা যাবে ‘জানি’ সংলাপ? ...

আরিয়ানের প্রশংসায় পঞ্চমুখ অনিল, তুলনা করলেন কোন কিংবদন্তি বলি-পরিচালকের তুলনা অনিল কাপুরের?...

২২ বছর পার, আরিয়ান ও ইব্রাহিমকে নিয়ে তৈরি হবে ‘কাল হো না হো’র সিক্যুয়েল? ...

আমিরের ছেলেকে নাচ শেখাতে গিয়ে কী দশা হয়েছিল ফারহার? 'লভইয়াপ্পা'র শুটিং ফ্লোরের গোপন তথ্য ফাঁস করলেন জুনেইদ...

Exclusive: লর্ডসে না খেললে যেমন কুলীন ক্রিকেটার হওয়া যায় না, কলকাতায় পারফর্ম না করলে সেরা শিল্পী হওয়া যায় না: পরেশ রাওয়া...

বহুদিন আগেই আলাদা হয়েছে দু'জনের পথ, প্রাক্তন স্ত্রীর হাতের রান্না খেয়ে ফের প্রেমে পড়লেন যুবক! ...

ফের পর্দায় রোম্যান্সে মজবেন অভিতাভ-রেখা? জয়ার সামনেই ফের 'সিলসিলা'য় মাতবেন 'বিগ বি'!...

বান্ধবীর বরের সঙ্গে পরকীয়া থেকে বিয়ের আগেই অন্তঃসত্ত্বা! এই নায়িকার বাস্তব জীবনের কাছে হার মানবে হিন্দি সিরিজও ...

বাংলা বাঁচাতে জিতের সঙ্গী মিঠুন-পুত্র মিমো, চমকে ভরা 'খাকি দ্যা বেঙ্গল চ্যাপ্টার'-এর প্রথম ঝলক...

‘আশিকি ৩’ থেকে তৃপ্তির বাদ পড়ার নেপথ্যে পর্দায় ঘন ঘন যৌনদৃশ্যে অভিনয়? ফাঁস অনুরাগ বসুর...

হামলার পর প্রথমবার লাইম লাইটে ফিরলেন সইফ! কোনও নিরাপত্তা ছাড়াই কোথায় গেলেন অভিনেতা?...

‘...শিরদাঁড়ায় যেন সুচ বিঁধে রয়েছে’, এবারের সরস্বতী পুজো সোনু নিগমের ‘জীবনের অন্যতম কঠিন দিন’! কিন্তু কেন ?...

জল্পনা সরিয়ে বিয়ের পিঁড়িতে সাহেব-সুস্মিতা! প্রকাশ্যে জুটির শুভ মুহূর্তের ছবি...



সোশ্যাল মিডিয়া



02 24