রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ২২ : ৪৫
তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ‘পারিয়া’র ঝুলিতে একের পর এক খুশির খবর।
গত সপ্তাহে বাণিজ্যের অঙ্ক ছিল ৫৭ লক্ষ। খবর, চলতি সপ্তাহে সেটি কোটি ছুঁইছুঁই। পাশাপাশি, ১ মার্চ ছবিটি সর্বভারতীয় স্তরে মুক্তি পেতে চলেছে। ইংরেজি সাবটাইটেল বাংলা ছবির গল্প ছড়িয়ে দেবে সব ভাষাভাষির মানুষের কাছে। তাই পরিচালকের ব্যস্ততা তুঙ্গে। দারুণ খুশি পুরো টিম। এই ছবি দিয়ে বড়পর্দায় এই প্রথম ধূসর চরিত্রে শ্রীলেখা মিত্র। আজীবন যিনি পথপশুপ্রেমী। তাঁকে একদম বিপরীত চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। ছবিজুড়ে তিনি কূটবুদ্ধির জাল বিছিয়েছেন। তাঁর ‘ক্রাইম পার্টনার’ অম্বরীশ ভট্টাচার্য! বহুদিন পরে ভিন্ন স্বাদের চরিত্রে নিজেকে মেলে ধরায় দর্শক-সমালোচকদের প্রশংসা পাচ্ছেন। প্যান ইন্ডিয়া রিলিজের আগে ছবি ঘিরে তাঁর বক্তব্য কী?
জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল শ্রীলেখার সঙ্গে। ছবি দেখে অনেকেরই দাবি, ‘পারিয়া’ নাকি ‘অ্যানিমেল ২.০’ বাংলা ভার্সন... কথা ফুরোনোর আগেই অনুযোগ তাঁর গলায়। পাল্টা প্রশ্ন, ‘‘কে বা কারা বলেছেন জানি না। আমি এই মত মানতে নারাজ। আর কত দিন এভাবে হিন্দি-বাংলা ছবির মধ্যে তুল্যমূল্য বিচার হবে? ‘অ্যানিমেল’ তার মতো করে জনপ্রিয়। আমরা আমাদের মতো করে।’’
টলিউড বলছে, "পারিয়া" জনপ্রিয় লোকমুখ প্রচারে। বিষয়বৈচিত্র্য এবং অভিনয়গুণে। যার জেরে সাত দিনে ৫৭ লক্ষ ব্যবসা করেছে হাসতে হাসতে। অভিনেত্রী যোগ করেছেন, এবং সারমেয়দের আশীর্বাদে। ওদের কথা কেউ বলে না। "পারিয়া" বলেছে। তাই ওদের ভালবাসায়, আশীর্বাদে ছবির এই সাফল্য। দেশের সারমেয়দের কথা ভাবেন ক’জন? এই ছবি ওদের যন্ত্রণার সাক্ষী। ওরা তাই খুশি। সর্বভারতীয় স্তরে ছবিমুক্তি ঘটলে শ্রীলেখা এই ছবি থেকে আর কী কী আশা করবেন? তখনই তিনি বলেন, ‘‘মুম্বইয়ে আমার কিছু চেনাজানা আছে। নাম বলব না। কিন্তু তাঁরা প্রথম সারির। তাঁদের ছবির টিজার, ট্রেলার দেখতে দিয়েছিলাম। ছবি দেখে মুগ্ধ সেই সমস্ত বিশিষ্টজন জানিয়েছেন, বিষয়বস্তু এতটাই অভিনব যে ‘পারিয়া’র হিন্দি সংস্করণ হওয়া উচিত।’’ আরও যোগ করেছেন, সবাই বিদেশি পোষ্য কিনে ফলাও করে সমাজমাধ্যমে ঘোষণা করেন। আর দেশিয় সারমেয়দের উপরে নৃশংস অত্যাচার চালান। এই ছবি দেখে কুকুরপ্রেমীরা তো কেঁদেইছেন। যাঁরা সেটা নন তাঁদেরও বুকে মোচড় পড়েছে। আশা, সারা দেশে এই ছবি ছড়িয়ে পড়লে কুকুরদের উপরে অত্যাচার বন্ধ হবে।
নানান খবর
নানান খবর

‘শহীদ’-এর পর এবার উজ্জ্বল নিকম? আমির সরে দাঁড়াতেই কেরিয়ারের সবচেয়ে শক্তিশালী চরিত্রে রাজকুমার?

খ্রিস্টান রীতিতে এবার বিয়ে করছেন কপিল! কিন্তু বৌ কি নিজের না অন্যের?

রোহিত শেট্টি অ্যাকশন থ্রিলারে যিশু সেনগুপ্ত! প্রথমবার জুটি বেঁধে কোন গল্প বলবেন পরিচালক-অভিনেতা?

‘কৃষ ৩’তে প্রধান খলনায়ক হতে পারতেন অজয়! কেন রাজি হলেন না? জানলে চমকে যাবেন!

'রায়ান'-এর জন্য মৃত্যুমুখে 'পারুল'! টিআরপি-র প্রথম স্থান ফিরে পেতে কোন চমক আনছে 'পরিণীতা'?

দ্বিতীয় বিয়ের দেড় বছরের মধ্যেই বাবা হলেন সৌম্য চক্রবর্তী, পুত্র না কন্যা সন্তান এল গায়কের ঘরে?

আটকে গেল সলমন অভিনীত প্রথম বায়োপিক! বিয়ে না করেই ৪৯ বছরে অন্তঃসত্ত্বা আমিশা?

বেনারসে ঘনাল বিভীষিকা! 'বাপি-প্রমথ'কে নিয়ে কোন রহস্যভেদে 'একেন বাবু'? টিজারেই উঠল কৌতূহলের ঢেউ

ফিরছে অপরাজিতা-প্রিয়াঙ্কার জুটি, মা-মেয়ের কোন অজানা গল্পে ডুব দেবেন দুই অভিনেত্রী?

শেষ হল 'দেবী চৌধুরানী'র পোস্ট প্রোডাকশনের কাজ, কবে আসছে বড়পর্দায়? কী জানালেন শুভ্রজিৎ মিত্র?

শাহরুখ-সুহানার রাজপাটে বাজিমাৎ করতে আসছেন আরশাদ! ‘কিং’-এর গোপন অস্ত্রটা কি আসলে তিনি-ই?

রাখি গুলজারের পোশাক ছিঁড়তে গিয়েছিলেন রঞ্জিত! জানতে পেরেই কোন কড়া ব্যবস্থা নিয়েছিল তাঁর পরিবার?

Exclusive: ৬০ পেরিয়ে সাতপাকে দিলীপ! ‘দাম্পত্য কীভাবে সামলাবেন ভাবলেই মজা লাগছে’ শুভেচ্ছা জানালেন দীপঙ্কর-দোলন

'কেশরী ২'-তে অক্ষয়ের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ টুইঙ্কেল, গর্বে উচ্ছ্বসিত হয়ে কী বললেন 'খিলাড়ি' পত্নী?

‘তারকা’ হলে কী হবে, পারিশ্রমিক না কমালে কাজ পাবেন না! কোন তারকাদের সতর্কবার্তা সুজিতের?