আজকাল ওয়েবডেস্ক: থাকছে হীরা বাঁধানো সোনার কয়েন বা এক কিলোগ্রাম ওজনের সোনার বার পাওয়ার সুযোগ। অবশ্যই লটারির মাধ্যমে। সারা ভারতে শুরু হওয়া ইন্ডিয়ান জুয়েলারি শপিং ফেস্টিভ্যাল‌–এ এবার কেনাকাটার ওপর এই পুরস্কার দেওয়া হচ্ছে। সোমবার অল ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারিস–এর অন্যতম ডিরেক্টর সমর দে জানিয়েছেন এখবর। এদিন কলকাতায় একটি অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, এই দুটি পুরস্কার ছাড়াও আছে অন্যান্য আরও পুরস্কার। অনলাইনে লটারির মাধ্যমে প্রাপক বেছে নেওয়া হবে। সেইসঙ্গে দোকানে গয়না কিনতে যারা আসছেন তাঁদের দেওয়া হচ্ছে ‘‌সিলভার কয়েন’‌।  উৎসব নিয়ে তিনি বলেন, গত ১৫ অক্টোবর থেকেই গোটা দেশে এই উৎসব চালু হয়ে গেছে। রাজ্যে যেহেতু দুর্গাপূজা ছিল সেজন্য এই উৎসবের বিষয়টি প্রচার পায়নি। আগামী ২৭ নভেম্বর পর্যন্ত এই উৎসব চলবে বলে তিনি জানিয়েছেন। ‌