সোমবার- সপ্তাহের প্রথম দিন সাদা বা ধূসর বর্ণের পোশাক পরা উচিত। সাদা শান্তি, নির্মলতা, মাধুর্যের প্রতীক। এতে মন শান্ত থাকে। যে কোনও কাজ করার উদ্যম পাওয়া যায়।
2
7
মঙ্গলবার- মঙ্গলে লাল রং পরা অত্যন্ত শুভ। লাল না হলেও অন্তত লাল ঘেঁষা কিংবা বাদামী রঙের পোশাক পরলেও সুখ-সমৃদ্ধি বাড়ে। লাল রং শক্তি, আত্মবিশ্বাস, সাফল্যের প্রতীক।
3
7
বুধবার- জ্যোতিষ মতে, বুধের স্থান শুভ করার জন্য সবুজ রত্ন ধারণ করার পরামর্শ দেওয়া হয়। তাই বুধবার সবুজ জামা পরা শুভ। সবুজ রং বিকাশ, সৃজনশীলতা, যোগাযোগের প্রতীক।
4
7
বৃহস্পতি- দেবগুরু বৃহস্পতির দিন বৃহস্পতিবার। এদিন হলুদ পোশাক পরলে বিশেষভাবে লাভ হয়। এই রং সৌভাগ্যের প্রতীক। বৃহস্পতিবার হলুদ পোশাক পড়লে জীবনে সাফল্য মেলে। হলুদ বুদ্ধি, ইতিবাচকতা, প্রাচুর্যের প্রতীক।
শনিবার- শনিবার নীল অথবা কালো রং পরলে শান্তি বিরাজ করে। এই দুই রং জীবনে সুরক্ষা, স্থিতিশীলতা, শৃঙ্খলা নিয়ে আসে।
7
7
রবিবার- রবিবার হল সূর্যের দিন। সূর্য হলেন সমস্ত গ্রহের দেবতা। এদিন কমলা রঙের পোশাক পরা শুভ। রবিবার লাল অথবা কমলা রঙের পোশাক পরলে সূর্য দেবতা প্রসন্ন হন।