আজকাল ওয়েবডেস্ক: সন্তানের মৃত্যুর ক্ষত এখনও দগদগে। গায়ক সিধু মুসে ওয়ালার মৃত্যুর ২ বছর পর পরিবারে আশার আলো। অন্তঃসত্ত্বা প্রয়াত গায়কের মা চরণ কউর। ৫৮ বছর বয়সে ফের অন্তঃসত্ত্বা হলেন চরণ।
উল্লেখ্য, ২০২২ সালে ২৯ মে পাঞ্জাবের মানসা জেলায় আচমকা কংগ্রেস নেতা সিধু মুসে ওয়ালার উপর হামলা চালায় ৬ জন দুষ্কৃতী। গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু হয়েছিল জনপ্রিয় পাঞ্জাবি গায়কের। বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন তিনি।
প্রয়াত গায়কের পরিবার সূত্রে খবর, আইভিএফের মাধ্যমে সন্তানধারণ করেছেন সিধুর মা। কয়েক মাসের মধ্যে দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি।