আজকাল ওয়েবডেস্ক: ফের ভয়াবহ পথ দুর্ঘটনা উত্তরপ্রদেশে। পরীক্ষা দিতে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪ জন পড়ুয়া। আহত আরও ৬ পড়ুয়া।
মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে শাহজাহানপুরে। পুলিশ সূত্রে খবর, জারভান জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে একটি ভ্যান। তাতেই ছিলেন ১০ জন পড়ুয়া। সকলেই স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিলেন। গাছে ধাক্কা মারার পরেই ভ্যানের সামনে অংশ পুরো দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ ছাত্রী, ২ ছাত্রের। আহত হন আরও ৬ জন।
পুলিশ জানিয়েছে, আহত পড়ুয়াদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সকলেরই শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। পুলিশ সুপার সঞ্জয় কুমার জানিয়েছেন, ভ্যানের টায়ার ফেটে যাওয়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, ভ্যানের সামনে একটি পথকুকুর এসে পড়ায় তাকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তাতেই দুর্ঘটনাটি ঘটে।
মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে শাহজাহানপুরে। পুলিশ সূত্রে খবর, জারভান জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে একটি ভ্যান। তাতেই ছিলেন ১০ জন পড়ুয়া। সকলেই স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিলেন। গাছে ধাক্কা মারার পরেই ভ্যানের সামনে অংশ পুরো দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ ছাত্রী, ২ ছাত্রের। আহত হন আরও ৬ জন।
পুলিশ জানিয়েছে, আহত পড়ুয়াদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সকলেরই শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। পুলিশ সুপার সঞ্জয় কুমার জানিয়েছেন, ভ্যানের টায়ার ফেটে যাওয়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, ভ্যানের সামনে একটি পথকুকুর এসে পড়ায় তাকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তাতেই দুর্ঘটনাটি ঘটে।
