আজকাল ওয়েবডেস্ক:‌ সকাল ও রাতে হালকা ঠান্ডা অনুভব হলেও তা আর বেশিদিন নয়। বুধবার থেকেই বদলাবে আবহাওয়া। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। যদিও মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। 
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.‌১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারও এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা বেশ কম। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বুধবারের পর আবহাওয়া উষ্ণ থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী পাঁচ দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। তবে আগামী রবিবার ফের বৃষ্টির সম্ভাবনা থাকছে বঙ্গে। 
এদিকে পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের একাধিক অংশে আগামী দু’‌দিন রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে বৃষ্টি হলেও তাপমাত্রা বাড়ারই ইঙ্গিত রয়েছে।