তীর্থঙ্কর দাস: এক সময় একসঙ্গেই ছিলেন সকলে। এখন মালকিন নেই, তাই পোষ্যরাই দেখভাল করেছেন বাড়ির। নারকেলডাঙার যোগীরাজ বাই লেনের ১৭/এ বাড়ির মালিক এখন পোষ্যরাই। ১৫ দিন আগে মারা যান প্রিয়াঙ্কার মা, পেশায় আইনজীবী। ৫ দিন আগে মারা গিয়েছেন প্রিয়াঙ্কা। তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটার কারণে মৃত্যু হয়েছে। এখন বাড়ির চারপাশ ঘুরে বেড়াচ্ছে প্রিয়াঙ্কার ৩ পোষ্য বিড়াল। মালকিন নেই তো কী হয়েছে, তাঁদের অবর্তমানে ৩ বেড়াল মিলেই পাহারা দিচ্ছে পুরো বাড়ি। অসুবিধে হচ্ছে না একেবারেই এমনটা নয়। খাওয়া দাওয়া হবে কীভাবে? এতদিন তো খাওয়ার সময়ে সামনে হাজির হত পছন্দের খাবার। তবে ৩ বিড়াল দমে যায়নি। খিদে পেলে বেরিয়ে আসছে । স্থানীয়রা পাড়ার বাকি বিড়ালদের সঙ্গে খাওয়াচ্ছেন ওদেরও। ইতিমধ্যে এই ঘটনা সমাজমধ্যমে ছড়িয়ে পড়েছে। তারপরেও দেখা মেলেনি কোনও পশুপ্রেমী সংস্থার। পাড়া প্রতিবেশীরা খাবার দিচ্ছেন ঠিকই, সঙ্গে প্রশ্নও তুলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য এখন সহজেই পৌঁছে যায় মানুষের হাতে, তাও ৩ বিড়ালকে উদ্ধার করছে না কেন কেউ? ৩ তলা বাড়ি পুলিশ তালা দিয়ে গিয়েছে। ৩ বেড়াল কি বুঝতে পারছে? তারা অপেক্ষা করছে প্রিয়াঙ্কার ফেরার, তার মায়ের ফেরার।