আজকাল ওয়েবডেস্ক: অনেক বছরের প্রেম, তারপরে সাড়ম্বরে বিয়ে। সাত পাকে বাঁধা পড়ার পর বদলে যায় অনেক কিছুই। কাছের মানুষটার মধ্যেও অনেক পরিবর্তন আসে। কারণ দাম্পত্যে দায়িত্ব বাড়ে। এটা অস্বীকার করার জায়গা নেই। ভারতীয় সংস্কৃতিতে বিয়ে মানে দুটো মানুষের একসঙ্গে থাকা নয়, দুটো পরিবারের মিলেমিশে থাকা। এ কথা ঠিক যে দাম্পত্যে ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য লেগেই থাকে। পরিবারের অভিজ্ঞ মানুষরা বলেন, ঝগড়া এড়িয়ে যেতে। একটু মানিয়ে নিতে। সব সময়ে সেটা না পারলেও আমাদের চেষ্টা করে যেতে হয়। সেক্ষেত্রে কয়েকটা বিষয় মেনে চলা দরকার, দাবি থেরাপিস্টের।
দুপুরে হোক বা রাতে যখন একসঙ্গে খেতে বসবেন মন খুলে কথা বলুন। কার আচরণ আপনার খারাপ লেগেছে তাকে সরাসরি বলুন। ছোট ছোট মন খারাপগুলোকে মিটিয়ে পরিস্থিতিটা সহজ করে নিন । এতে জীবন যাপন অনেক বেশি আনন্দের হয় ।
সপ্তাহে একটা দিন সবাই মিলে একে অপরের পছন্দের খাবার রান্না করুন । এতে সম্পর্কের বাঁধন মজবুত হয় বলে মনে করছেন থেরাপিস্ট।
ছোটবেলায় যেরকম পিকনিকে যেতেন, সেরকমই ডিনার প্ল্যান করুন। কমপক্ষে বাড়িতেই একটা ফ্যামিলি গেট টুগেদার প্ল্যান করে ফেলতে পারেন।
প্রশংসা করুন। এতে মনের মিল বাড়ে। ছোটখাটো খারাপ লাগাগুলো দূরে সরে যায়। বাড়ির বড়দের প্রাধান্য দিন।