শুক্রবার ২২ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | Mohun Bagan: সতর্কতায় মোড়া ফুটবলে গোলশূন্য ড্র, ভুবনেশ্বর থেকে এক পয়েন্ট নিয়ে ফিরছে বাগান

Sampurna Chakraborty | ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ১৯ : ৩৯Sampurna Chakraborty


মোহনবাগান -

ওড়িশা এফসি -

আজকাল ওয়েবডেস্ক: ভুবনেশ্বর থেকে এক পয়েন্ট নিয়ে ফিরছেন আন্তোনিও হাবাস। শনিবার ওড়িশা এফসির সঙ্গে গোলশূন্য ড্র মোহনবাগানের। নব্বই মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়ে কোনও দলই গোলমুখ খুলতে পারেনি। যার ফলে লিগ টেবিলের মগডালে ওঠা হল না কাউকো, শুভাশিসদের। ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তিন নম্বরেই রইল বাগান। এক ম্যাচ বেশি খেলে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করে রাখল সার্জিও লোবেরার দল। তবে এদিন যেকোনও দলই তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারত। গোলের সুযোগ যেমন পান দিয়েগো মরিসিও, রয় কৃষ্ণ, তেমনই তেকাঠিতে বল রাখতে ব্যর্থ আর্মান্দো সাদিকু, দিমিত্রি পেত্রাতোসরা। তবে রক্ষণ সংগঠনের জন্য হাবাসের প্রশংসা করতেই হবে। গোলের জন্য ঝাঁপালেও ব্যাকলাইনে কোনও ঘাটতি ছিল না। তবে রয়,‌ ইসাকদের গতির কাছে বেশ কয়েকবার পরাস্ত হন ইউস্তে, শুভাশিসরা। কিন্তু কোনও বিপদ ঘটেনি। অন্যদিকে দুটো সিটার নষ্ট করেন সাদিকু। সামনে শুধু বিপক্ষের গোলকিপার অমরিন্দরকে পেয়েও গোল করতে ব্যর্থ। তবে ওড়িশার মতো শক্তিশালী দলের থেকে এক পয়েন্ট নিয়ে ফিরতে পেরে সন্তুষ্টই হবেন হাবাস। কলকাতায় তৃতীয় ইনিংসে আইএসএলের সফলতম কোচ এখনও অপরাজিত। 

প্রথমার্ধে অন্তত তিন গোলে এগিয়ে যেতে পারত মোহনবাগান। হ্যাটট্রিক করতে পারতেন আর্মান্দো সাদিকু। যেসব সুযোগ নষ্ট করেন, সেটা ক্ষমাহীন অপরাধ। ম্যাচের প্রথম কোয়ার্টারে প্রথম ওয়ান টু ওয়ান মিস আলবেনিয়ার স্ট্রাইকারের। তারপর ২৪ মিনিটে আশিস রাইয়ের ক্রস থেকে বাইরে মারেন সাদিকু। দশ মিনিট পর আবার সুযোগ। ম্যাচের ৩৪ মিনিটে সাহালের পাস থেকে সাদিকুর শট কোনওক্রমে বাঁচান অমরিন্দর। এক পয়েন্ট নিশ্চিত করে জয়ের জন্য ঝাঁপায় দুই কোচই।‌ বাগানকে খেলা তৈরির ফাঁকা জমি দেননি লোবেরা। গোলের সুযোগ ছিল ওড়িশার সামনেও। ইনজুরি টাইমে রয় কৃষ্ণর পাস থেকে মরিসিওর শট ক্রসপিসে লাগে। বিরতির ঠিক আগে ইশাক রালতে বাইরে মারেন। 

দুই দলই একে অপরকে মেপে খেলে। যার বলে যুবভারতীতে ২-২ ড্রয়ের পর, দ্বিতীয় লেগও অমীমাংসিত। তবে ডানদিক দিয়ে সবুজ মেরুন রক্ষণে একনাগাড়ে সমস্যা তৈরি করেন রয় কৃষ্ণ। এই প্রথম হাবাসের বিরুদ্ধে নামেন। বেশ কার্যকরী ভূমিকা নেন। কিন্তু পুরোনো দলের বিরুদ্ধে বল জালে রাখতে পারেননি। ম্যাচের ৬২ মিনিটে সামনে একা বিশাল কাইতকে পেয়েও গোলে রাখতে পারেননি রয় কৃষ্ণ। গতি দিয়ে শুভাশিস, ইউস্তেকে পরাস্ত করে বক্সের মধ্যে বিপজ্জনক জায়গায় ঢুকে পড়েন ফিজির স্ট্রাইকার। কিন্তু শেষমেষ বাইরে মারেন। দ্বিতীয়ার্ধে দু"দলই গোলের জন্য অলআউট ঝাঁপায়। ইউস্তেকে বেশ কয়েকবার চাপের মুখে ফেলে দেন মরিসিও, রয় কৃষ্ণ। তবে টিমওয়ার্কে বেঁচে যায় বাগান। ম্যাচের ৬৫ মিনিটে সাদিকুকে তুলে কামিন্সকে নামান হাবাস। কিন্তু তাতেও লাভের লাভ কিছু হয়নি। ম্যাচের ৮০ মিনিটে মনবীরের শট তালুবন্দি করেন অমরিন্দর। তার এক মিনিটের মাথায় কামিন্সের শট রোখেন। অন্তিমলগ্নে আশিস রাইয়ের ক্রস থেকে কামিন্সের হেড বাঁচান অমরিন্দর। 




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

কলকাতায় খেলার অধরা স্বপ্ন কোচ হিসেবে মেটাতে চান ভারতের ডেভিড বেকহ্যাম...

কলকাতায় খেলার অধরা স্বপ্ন কোচ হিসেবে মেটাতে চান ভারতের ডেভিড বেকহ্যাম...

কলকাতায় খেলার অধরা স্বপ্ন কোচ হিসেবে মেটাতে চান ভারতের ডেভিড বেকহ্যাম...

পারথে লড়াই বোলারে বোলারে, ভারতীয় বোলিংয়ের সামনে কাবু অস্ট্রেলিয়া, একদিনে পড়ল ১৭ উইকেট...

ধ্বংসলীলা চালাচ্ছেন ভারতীয় বোলাররা, পারথে কম রানেই অস্ট্রেলিয়াকে চাপে ফেলল ভারত...

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে পাকিস্তান...

আবির্ভাবেই রেকর্ড, চ্যাম্পিয়ন হয়ে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব...

আবির্ভাবেই রেকর্ড, চ্যাম্পিয়ন হয়ে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব...

কলকাতা ফুটবলের আকাশে নতুন নাম ইউকেএসসি

এই আম্পায়ার মাঠে থাকলেই কপাল খারাপ ভারতের! প্রকাশ্যে পারথ টেস্টের আম্পায়ার এবং ধারাভাষ্যকারদের তালিকা...

পারথে অগ্নিপরীক্ষা, কপিলের উদাহরণ দিয়ে বুমরাকে তাতালেন বিশ্বজয়ী দলের সদস্য...

মুম্বই-আহমেদাবাদ নয়, ২০৩৬ অলিম্পিকের ভেন্যু হওয়ার দৌড়ে এগিয়ে এই দুই শহর ...

ভারতীয় ক্রিকেটের ব্যাড বয়ের জন্য নিলামে ঝাঁপাতে পারে একাধিক দল, ২০ কোটিতে বিকোতে পারেন তারকা ...

কেরিয়ার প্রায় শেষ করে দিয়েছিলেন রিঙ্কু, সেই যশকেই পাঠানো হল পারথে, কিন্তু কেন? ...

টেনশনের ম্যাচে চীনকে হারাল ভারত, তৃতীয়বার এশিয়াসেরা ভারতের মেয়েরা ...



সোশ্যাল মিডিয়া



02 24