আজকাল ওয়েবডেস্ক:‌ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন কর্নাটকের ক্রিকেটার কে হোয়সলা। বয়স হয়েছিল মাত্র ৩৪ বছর। শুক্রবার দক্ষিণাঞ্চল জোন টুর্নামেন্টে কর্নাটক খেলছিল তামিলনাড়ুর বিরুদ্ধে। খেলা শেষে টিম হাডলের সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। বুকে ব্যথা অনুভব করেন। এরপর বেঙ্গালুরুর আরএসআই মাঠ থেকে তাঁকে অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হয় স্থানীয় বোরিং হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। 
প্রসঙ্গত, কর্নাটক প্রিমিয়ার লিগে বেশ কয়েকবছর খেলেছেন তিনি। তাঁর অকাল মৃত্যুতে শোকের ছায়া ক্রিকেট মহলে।