স্থানীয় সূত্রে খবর, প্রায় ১১ বছর আগে রেক্সোনার সঙ্গে রইসউদ্দিন শেখের বিয়ে হয়। দম্পতির দু’টি মেয়ে রয়েছে। প্রতিবেশীরা জানিয়েছেন, মেয়ে হওয়ার পর থেকেই রেক্সোনার উপর অত্যাচার করত রইসউদ্দিন। পাশাপাশি নিয়মিত স্ত্রীকে বাপের বাড়ি থেকে পণ আনার জন্য চাপ দিত। আর টাকা আনতে না পারলেই রেক্সোনাকে মারধর করা হত বলে অভিযোগ। রেক্সোনার মা’র অভিযোগ, বুধবার রাতে রইসউদ্দিন এবং তাঁর মাসি গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেছে তাঁর মেয়েকে। পুলিশ রইসউদ্দিন ও তাঁর মাসির সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে।
