সব জল্পনায় ইতি। দ্বিতীয়বার মা হলেন অনুষ্কা শর্মা। চওড়া হাসি বিরাট কোহলির মুখে। একটি পোস্টের মাধ্যমে নতুন মা সন্তান হওয়ার খবর সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন। মেয়ে ভামিকার পরে এবার তাঁদের কোলে পুত্রসন্তান। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পাশাপাশি এদিনই নামকরণ করেছেন তাঁরা। অনুষ্কা জানিয়েছেন, ‘ভামিকার খেলার সঙ্গী আকায় এসেছে’। 

প্রযোজক-অভিনেত্রীর বার্তা, ’১৫ তারিখ আমাদের কোল আলো করে ছোট্ট দেবদূত এসেছে। এত আনন্দ আমরা কোথায় রাখি? নবজাতকের জন্য আপনাদের আশীর্বাদ, ভালবাসা, শুভেচ্ছা জরুরি।’ একই সঙ্গে অনুরাগীদের প্রতি তারকা দম্পতির অনুরোধ, তাঁদের ব্যক্তিগত মুহূর্ত ‘ব্যক্তিগত’ রাখার দায়িত্ব তাঁদেরই।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
View this post on Instagram

?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)