তাঁরা কোনও সংবাদমাধ্যমে মুখ খুলছেন না। নতুন প্রেম নিয়ে কথাও বলছেন না।

তারপরেও সোহিনী সরকার-শোভন গঙ্গোপাধ্যায়ের প্রেম নিয়ে ফিসফাস গুনগুন। কখনও ছবিতে, কখনও আভাসে, কখনও সামাজিক পাতায় ছবিমিলন্তি— তাঁরা প্রেমের বার্তা দিয়েই চলেছেন। সদ্য তেমনই একটি ছবি সোমবারের মতো কেজো দিনেও ঢেউ তুলেছিল। সঙ্গে সঙ্গে শোভন বিশেষ কারও নির্দেশে সেই ছবি সরিয়ে নিয়েছেন। কিন্তু আজকাল ডট ইনের কাছে রয়েই গিয়েছে সেই বিশেষ মুহূর্ত।

কী এমন আছে সেই ছবিতে? এবছর প্রেমদিবস আর ভ্যালেন্টাইন্স ডে ভালবাসায় ভরিয়ে দিয়েছে একই দিনে। নব ফাল্গুনের দিনে তাই সুইডেনে বসন্ত বাতাস গায়ে মেখে তাঁরা ছবি তুলেছিলেন। দু’জনেই সাদা রঙে রংমিলন্তি। সাদা পাঞ্জাবি আর কালো ধুতিতে শোভন যেন পাক্কা "বাঙালি বাবু" ! আর তাঁর নায়িকা? লাল-সাদা সুতোয় বোনা শাড়ি। খোলা চুলে, জোড়া শাঁখায় বাসন্তী সুন্দরী তিনি। ছবি দিয়ে যুগলের বার্তা ছিল, ‘আমাদের প্রেমপত্রে, আমাদের কথায় বিদ্যা বাস করুক’। অর্থাৎ, তাঁদের ভালবাসায়, তাঁদের আচরণে বিন্দুমাত্র যেন অ-বিদ্যা ছায়া না ফেলে। তাঁদের পিছনে বাগদেবীর অধিষ্ঠান।

এর আগেও একাধিক বার তাঁরা ছবি দিয়ে সরিয়ে নিয়েছেন। তাই তাঁদের অনুরাগীরা এই আচরণে আর অবাক নন। গত কয়েক দিন ধরেই সোহিনী-শোভন বরফের দেশে। কখনও তাঁরা গরফ নিয়ে খেলেছেন। কখনও সেই বরফ গায়ে মেখেছেন। যদিও তাঁরা সেই ছবি একসঙ্গে তোলেননি। একসঙ্গে ভাগও করেননি। তবে বাঙালি উদযাপনে তাঁরা দস্তুরমতো বাঙালি।