‘বনবিবি’কে দেখতে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শকদের ঢল নেমেছিল। সমালোচকেরাও ছবির বিষয় নিয়ে প্রশংসা জানিয়েছিলেন। সুন্দরবনের ‘বাঘ বিধবা’দের জীবন রাজদীপ ঘোষ পরিচালিত এই ছবির বিষয়। ছবির বিষয় জানার পরেই টলিউডে গুঞ্জন, রাজনীতিবিদ-সাংবাদিক কুণাল ঘোষের ‘বাঘ বিধবা’ উপন্যাস অবলম্বনেই নাকি ছবিটি বানিয়েছেন প্রযোজক রানা সরকার। সবিস্তার জানতে সেই সময় আজকাল ডট ইন যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। তিনি জানিয়েছিলেন, সম্পূর্ণ ভুয়ো তথ্য। সোমবার টুইট (বর্তমান এক্স) করে লেখক অমিতাভ ঘোষ বনবিবির প্রশংসায় পঞ্চমুখ। তখনই প্রকাশ্যে, তাঁর লেখা ‘দ্য হাংগ্রি টাইড’ ছবি তৈরির অনুপ্রেরণা।

অমিতাভও সুন্দরবনের বাসিন্দাদের অনিশ্চিত জীবন দুই মলাটে বন্দি করেছিলেন। জলে কুমির, ডাঙায় বাঘ, সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাস— এই ত্রিফলা সামলে কী করে সেখানকার মানুষেরা জীবন কাটান? লেখকের লেখনির গুণে তা স্পষ্ট। তারই একটি দিক ‘বাঘ বিধবা’। ‘বনবিবি’ তাকেই দেখিয়েছে। স্বাভাবিক ভাবেই অমিতাভ নিজের বইয়ের প্রসঙ্গ তুলে প্রশংসা করেছেন। লিখেছেন, ২০ বছর আগে তিনি বইটি লিখেছিলেন। এখনও বিষয়টি সমান প্রাসঙ্গিক। লেখকের টুইটের প্রসঙ্গ তুলতেই রানা বলেছেন, ‘‘আমরা কৃতজ্ঞ ওঁর কাছে। অমিতাভদা "বনবিবি"কে সমর্থন জানিয়েছেন। ওঁর লেখা বইটি আমাদের অনুপ্রাণিত করেছিল। খুব ইচ্ছে, ওঁকে ছবিটি দেখানোর। যেদিন বলবেন সেদিন আমরা ওঁকে ‘বনবিবি’ দেখাব।’’ প্রসঙ্গত, ২৬ ফেব্রুয়ারি ছবিটি সুন্দরবনে প্রথম মুক্তি পাচ্ছে। প্রযোজকের মতে, এই প্রথম কোনও ছায়াছবির পটভূমিকায় যে অঞ্চল সেখানে গিয়ে দেখানো হবে। ছবির টিম এবং দিশা সুন্দরবন বিজয়নগরের উদ্যোগে, বিজয়নগর আদর্শ বিদ্যামন্দির ছাত্রীনিবাসে ‘বনবিবি’ দেখানো হবে। এছাড়াও, নারীদিবসের প্রাক্কালে সম্মানিত করা হবে সেখানকার কিছু মহিলাদের।

?ref_src=twsrc%5Etfw">February 18, 2024

প্রেমদিবসে মুক্তি পেয়েছে ছবির প্রথম গান "বন্য ভালবাসা"। রেশম-হিমনের ভালবাসার গল্পই ‘বনবিবি’তে বড় যত্ন নিয়ে বোনা। ততধিক যত্নে বোনা ছবির গান। সপ্তকসানাই দাসের সুর, তাঁর পরিচালনায় গেয়েছেন ইমন চক্রবর্তী, লগ্নজিতা চক্রবর্তী, সুরকার-শিল্পী নিজে এবং আরও অনেকে। এই গান যেমন রেশম-হিমন্তের ভালবাসার সঙ্গে দর্শকদের পরিচয় করে দেয় তেমনি এই ছবিতে নতুন জুটি পার্নো মিত্র-আর্য দাশগুপ্তকে তুলে ধরেছেন পরিচালক।