আজকাল ওয়েবডেস্ক:‌ গরু পাচার মামলায় জেলবন্দি রয়েছেন অনুব্রত মণ্ডল। তিহার জেল তাঁর ঠিকানা। এই পরিস্থিতিতে সোমবার বিকেলে বীরভূমের বোলপুরে তৃণমূল কার্যালয়ে হানা দিল ইডি। সূত্রের খবর বোলপুরের নিচুপট্টি এলাকায় কার্যালয়ে এদিন বিকেলে আসেন ইডির তিন আধিকারিক। গরু পাচার মামলার তদন্তেই এই অভিযান বলে ইডি সূত্রে খবর। 
জানা গেছে এদিন ইডি আধিকারিকরা কার্যালয়ের মাপজোক করেন। প্রসঙ্গত, তৃণমূল কার্যালয়ের বিল্ডিংয়ে বেশ কয়েকটি দোকান রয়েছে। সেই দোকানদারদের সঙ্গেও কথা বলেন ইডি আধিকারিকরা তদন্তকারীরা। এদিকে, বোলপুরে তৃণমূল কার্যালয়ে আসার আগে ইডি আধিকারিকরা বোলপুর মহকুমা ভূমি সংস্কার দপ্তরেও গিয়েছিলেন। সূত্রের খবর, ওই তৃণমূল কার্যালয় যে জমির উপর তৈরি, তার কাগজপত্র দেখেন ইডি আধিকারিকরা।