হাবাসের দাবি, জনি কাউকো একশো শতাংশ ফিট। সুতরাং তাঁকে শুরু থেকে খেলানোর সম্ভাবনা রয়েছে। প্র্যাকটিসেও তার ইঙ্গিত পাওয়া যায়। দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করেন কাউকো। আনোয়ার প্রসঙ্গে বাগানের স্প্যানিশ কোচ জানিয়েছিলেন, প্র্যাকটিসে পরিস্থিতি দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। শুক্রবার বিকেলে যুবভারতীর প্র্যাকটিস মাঠে সতীর্থদের সঙ্গে অনুশীলন করেন আনোয়ার। শনিবার তাঁকে কিছুক্ষণের জন্য নামাতে পারেন হাবাস। ফুটবলাররা ক্লান্ত হলেও দলে খুব বেশি পরিবর্তনের পক্ষপাতী নন বাগান কোচ। ঘরের মাঠে তিন পয়েন্টের জন্য ঝাঁপালেও রক্ষণ সংগঠনে নজর থাকবে বর্ষীয়ান কোচের। নর্থ ইস্টের সঙ্গে ইস্টবেঙ্গলের ম্যাচ দেখেছেন। দুই গতিশীল উইঙ্গার জীতেন এবং রিডিমকে রোখার বিশেষ স্ট্র্যাটেজি ছকে ফেলেছেন। একইসঙ্গে নেস্টর এবং সদ্য দলের সঙ্গে যোগ দেওয়া অস্ট্রেলিয়ান বিশ্বকাপের টমি জুরিচকে সামলাতে হবে সবুজ মেরুন রক্ষণকে। হ্যামিল, আনোয়ারের অনুপস্থিতিতে যা যথেষ্ট কঠিন। তবে জোড়া ম্যাচ জিতে আত্মবিশ্বাস তুঙ্গে সবুজ মেরুন শিবিরের। ড্রেসিংরুমের মানসিকতায় পরিবর্তন এসেছে। এগুলো কাজে লাগিয়েই বাজিমাত করতে চান বাগানের পোড়খাওয়া কোচ। হাবাস বলেন, "নর্থ ইস্টের কোচ নতুন। নতুন বিদেশি যোগ দিয়েছে। দলে ভারসাম্য আছে। ওদের বিরুদ্ধে লড়াই কঠিন হবে। আমরা বিরোধী দলের শক্তি সম্বন্ধে অবগত। তবে আমরা নিজেদের খেলায় ব্যালেন্স রাখার চেষ্টা করব। ফুটবল সেটা জরুরি।" গোয়ার বিরুদ্ধে জেসন কামিন্সকে নামাননি হাবাস। নর্থ ইস্ট ম্যাচে কি অস্ট্রেলিয়ান বিশ্বকাপারকে দেখা যাবে? প্রশ্ন শুনে কিঞ্চিৎ বিরক্তই হলেন হাবাস। বলেন, "আমি নির্দিষ্ট একজন প্লেয়ারকে নিয়ে মন্তব্য করতে পছন্দ করি না। প্র্যাকটিসে দেখার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেব।" বোঝাই যাচ্ছে হায়দরাবাদ ম্যাচে গোল মিসের বন্যা মেনে নিতে পারেননি হাবাস। শেষ দু"ম্যাচে জোড়া জয়ের পাশাপাশি জোড়া ক্লিনশিট। যা একলাফে হেক্টর ইউস্তেদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। তবে প্রস্তুতির অভাবের উল্লেখ করেন বাগানের ডিফেন্ডার। ইউস্তে বলেন, "আমরা প্রস্তুতির সময় পাইনি। বিপক্ষে আক্রমনাত্মক প্লেয়ার আছে। তবে আমরাও শেষ দুটো ম্যাচ জিতেছি। ক্লিনশিট রেখেছি। যা দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আশা করছি তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারব।" তরুণ দিপেন্দু বিশ্বাসের প্রশংসা করেন হাবাস থেকে ইউস্তে। ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট বাগানের। নর্থ ইস্টকে হারালেই দু"নম্বরে উঠে আসবে হাবাসের দল। আপাতত যাবতীয় প্রতিকূলতা ভুলে সেটাই পাখির চোখ।
