আজকাল ওয়েবডেস্ক: ত্রিপুরার বিশালগড়ের সিপাহিজালা জুওলজিক্যাল পার্ক থেকে রাজ্যের বেঙ্গল সাফারি পার্কে আজ আনা হল সিংহ দম্পতি আকবর ও সীতাকে। কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ এবং রাজ্য চিড়িয়াখানা কর্তৃপক্ষের যৌথ সিদ্ধান্তে সাত বছর বয়সী আকবরকে এই পার্কের জন্য বেছে নেওয়া হয়। বছর পাঁচেকের সীতার জন্ম অবশ্য ত্রিপুরাতেই। রয়্যাল বেঙ্গল প্রজননে নজির সৃষ্টি করার পর, সিংহের প্রজননেও বেঙ্গল সাফারি পার্কে সাফল্য আসবে বলে আশাবাদী পার্ক কর্তৃপক্ষ।
সিংহ দম্পতির সঙ্গে একজোড়া লেপার্ড ক্যাট ও চশমা-বাঁদর বা ম্যাজেস্টিক লাঙ্গুরকেও বেঙ্গল সাফারি পার্কে আনা হয়েছে। পার্কে এবার পর্যটকদের ভিড় আরও বেশি হবে বলে কর্তৃপক্ষ আশাবাদী।
সিংহ দম্পতির সঙ্গে একজোড়া লেপার্ড ক্যাট ও চশমা-বাঁদর বা ম্যাজেস্টিক লাঙ্গুরকেও বেঙ্গল সাফারি পার্কে আনা হয়েছে। পার্কে এবার পর্যটকদের ভিড় আরও বেশি হবে বলে কর্তৃপক্ষ আশাবাদী।
