মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

দেশ | Chhattisgarh: ভোটমুখী ছত্তিশগড়ে উন্নয়নই হাতিয়ার বাঘেল সরকারের, দুর্নীতির ইস্যু নিয়ে বিজেপির প্রচার

Pallabi Ghosh | ২৯ অক্টোবর ২০২৩ ০৬ : ৪৪Pallabi Ghosh


‌আবু হায়াত বিশ্বাস, দিল্লি: প্রথম দফার ভোট গ্রহণের সপ্তাহ খানেক বাকি। তার আগে ভোটের ছত্তিশগড়ে প্রচারে ঝড় উঠেছে। পাঁচ বছরে সরকারের উন্নয়নের ফিরিস্তি নিয়ে ভোট ময়দানে কংগ্রেস। অন্যদিকে, বিজেপির প্রচারে উঠে আসছে ভুপেশ বাঘেল সরকারের ব্যর্থতার দিকগুলি এবং সরকারি প্রকল্পে দুর্নীতির ইস্যু। ৯০ আসনের বিধানসভায় দু’ দফায় ভোট হবে। আগামী ৭ ও ১৭ নভেম্বর। প্রথম দফায় ২০ আসনে ভোট। দ্বিতীয় দফায় ৭০ আসনে ভোট হবে। পাঁচ বছর আগে বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল কংগ্রেস। ওই রাজ্যে ফের ক্ষমতায় ফিরতে মরিয়া তারা। সেজন্য নানাবিধ প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী জনসভায় হাজির হচ্ছেন কংগ্রেস নেতারা। দলের তরফে দাবি করা হচ্ছে, রাজ্যের আদিবাসীদের ন্যায় মিলেছে কংগ্রেস সরকারের শাসনেই। রাজ্যে কমেছে নকশালদের প্রভাবও। রাজ্যের ৫৮২ গ্রাম নকশাল মুক্ত হয়েছে এই পাঁচ বছরে। সার্বিকভাবে ৫০ শতাংশ কমেছে নকশাল হামলাও। নকশাল প্রভাবিত এলাকায় বন্ধ হয়ে যাওয়া ৩২৭ স্কুল ফের চালু হয়েছে। আদিবাসীদের উপর দায়ের হওয়া ভুয়ো মামলা প্রত্যাহার করেছে সরকার। আদিবাসীদের জন্য জনকল্যাণমূলক প্রকল্প চালুও হয়েছে। তেন্দুপাতা সংগ্রহকারীদের বীমার আওতায় এনেছে। ভুপেশ বাঘেল সরকারের বক্তব্য,‘সুরক্ষা-‌বিশ্বাস-‌বিকাশ’- এই তিনটি বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে সরকার। ‘ন্যায়’ যোজনা বাস্তবায়নে জোর দিচ্ছে।
রাজ্যে উন্নয়নের নিরিখেই ভোটে লড়ছে কংগ্রেস। হাত শিবিরের বিশেষ নজর রাজ্যের যুব ও নতুন ভোটারদের দিকে। আগামী ৩০ অক্টোবর ‘ফার্স্ট টাইম ভোটার ম্যারাথন’-এর আয়োজন করছে কংগ্রেস। ১৮ থেকে ২৫ বছর বয়সীরা এই ম্যারাথনে অংশ নিতে পারবেন। জানা গেছে, ফার্স্ট টাইম ভোটার ম্যারাথনকে ঘিরে বিপুল সাড়া মিলছে। ‌রাজ্যের মোট জনসংখ্যার প্রায় ২৫ শতাংশ ১৮-‌২৫ বছর বয়সী। দলের দাবি, ৫০ হাজার কর্মসংস্থান হয়েছে। ইংরেজি মাধ্যম স্কুল তৈরি হয়েছে। বিনামূল্যে বাস পরিষেবাও দিচ্ছে। কৃষকদের ঋণ মকুব থেকে সহায়ক মূল্যে ধান কিনেছে সরকার। ফের ক্ষমতায় এলে দলের প্রতিশ্রুতি, কৃষকদের ঋণ মকুব করা হবে। জাতিভিত্তিক জনগণনা করা হবে। ১৭.‌৫ লক্ষ পরিবারের মিলবে বাড়ি। এদিকে, শনিবার ছত্তিশগড়ে রাহুল গান্ধী দলের জনসভায় মোদি সরকারকে নিশানা করেছেন। তাঁর অভিযোগ, ‘কেন প্রধানমন্ত্রী মোদি জাতভিত্তিক গণনা নিয়ে কোনও কথা বলছেন না? কেন ওবিসি জাত ‌সমীক্ষা নিয়ে কেন তিনি আতঙ্কিত? ইউপিএ সরকার ডেটা প্রস্তুত করেছিল, কেন সেই ডেটা প্রকাশ্যে আনছেনা বিজেপি সরকার?’
অন্যদিকে, বিজেপি ময়দানে আছে। তবে বাঘেল সরকারের বিরুদ্ধে সে রকম বড় কোনও ইস্যু খাড়া করতে পারেনি। রাজ্যে দলের মুখ্যমন্ত্রী চেহারা ছাড়াই লড়ছে বিজেপি। যদিও একাধিক প্রকল্পে বাঘেল সরকারের দুর্নীতি নিয়ে সরব হয়েছেন বিজেপি নেতারা। তবে সেই অভিযোগ দানা বাধেনি। কর্ণাটকে যেমন কংগ্রেস বিজেপির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ‘পে-‌সিএম’ প্রচার চালিয়েছিল। ঠিক তেমনই বিজেপিও একই কায়দায় এই রাজ্যেও ‘ভু-‌‌পে’ পোস্টার সাঁটিয়ে প্রচার করছে। দলের বক্তব্য, কংগ্রেস শাসনে ছত্তিশগড়ে দুর্নীতির শীর্ষে। কংগ্রেস রাজ্যকে পাঁচ বছর পিছিয়ে দিয়েছে। বিজেপির সুশাসনের কথা মনে রেখেছে জনগণ। রাজ্যে দল ক্ষমতায় আসবে, দুর্নীতিবাজদের শাস্তি হবে।‌ দলের অভিযোগ, ছত্তিশগড়ের কংগ্রেস সরকার জল জীবন মিশনে ব্যাপক দুর্নীতি করেছে। রাজ্যের বিজেপি সভাপতি অরুণ সাউ অভিযোগ করছেন,‘রাহুল গান্ধী ২০১৮ সালে প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যে মদ বন্ধের। ১০ লক্ষ বেকার যুবকে ভাতা দেওয়ার। ২০০ খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট তৈরির। সেই সব প্রতিশ্রুতির কী হয়েছে? রাজ্যের মানুষ জানতে চায়।’




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

পাকিস্তান হল বিষফোঁড়া, অপারেশন দরকার, আক্রমণে যোগী আদিত্যনাথ...

গভীর নিম্নচাপের দাপট অব্যাহত, চলতি সপ্তাহেও ভারি বৃষ্টিতে তছনছ হবে একাধিক রাজ্য, রইল বড় আপডেট...

সোমবারেই বৈঠকে কেজরিওয়াল-সিসোদিয়া, দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে? ঠিক হয়ে যেতে পারে আজই...

পুজোর আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর, ফের বাড়ছে ডিএ, কত শতাংশ? ...

পুজোর মুখে সোনার দামে চমক, আজ কিনতে গেলে কত টাকা গুনতে হবে? ...

পরিকাঠামো উন্নয়নে বিশেষ অগ্রাধিকার ত্রিপুরার সরকারের...

দিল্লি পছন্দ করে না জম্মু কাশ্মীরকে, ভোটের আগে তাৎপর্যপূর্ণ মন্তব্য ফারুক আবদুল্লাহর...

রাহুল গান্ধী সন্ত্রাসবাদী! বিতর্কিত মন্তব্য বিজেপি মন্ত্রীর...

কেরালায় ফের হানা নিপা ভাইরাসের, একজনের মৃত্যুতে ঘরবন্দি করা হল ১৫১ জনকে...

নতুন সিম কার্ড নিতে চান, দেখে নিন নতুন কিছু নিয়ম ...

হেনস্থার অভিযোগ জানাতে গিয়ে গ্রেপ্তার মহিলা, পুলিশের কীর্তি জানলে চমকে যাবেন ...

উৎসবের আবহে ত্রিপুরায় উদ্ধার ১১ কোটি টাকার নেশার সামগ্রী, আটক এক মহিলা সহ দুই পুরুষ ...

বালিকাকে অপহরণ করে খোলা মাঠে যৌন নির্যাতন, ভিডিও করে ছড়িয়ে দিল সমাজমাধ্যমে ...

গিরগিটি মেশানো মিড ডে মিল খেয়ে অসুস্থ অসংখ্য পড়ুয়া, হাসপাতালে ভর্তি ৬৫...

ছত্তিশগড়ে ফের বন্দেভারতে পাথর, গ্রেপ্তার করা হল পাঁচজনকে...



সোশ্যাল মিডিয়া



10 23