আজকাল ওয়েবডেস্ক: দুর্গাপুরের নিউটউনশিপ থানার ফুলঝোড় মোড় সংলগ্ন বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে প্রথম বর্ষের বি.বি.এ পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু। মৃত পড়ুয়ার নাম রাজদীপ সরকার(১৮)। পূর্ব বর্ধমানের আউসগ্রামের দাড়িয়াপুরের বাসিন্দা ছিলেন তিনা। মৃত পড়ুয়ার জেঠু চঞ্চল সরকার অভিযোগ করেন, কলেজের তরফে জানানো হয় রবিবার দুপুরে দেড়টা নাগাদ কলেজের হস্টেলের ছাদ থেকে পড়ে গিয়েছে রাজদীপ। গুরুতর আহত অবস্থায় তাঁকে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হাসপাতালে পৌঁছতেই খবর পান মৃত্যু হয়েছে রাজদীপের।
হস্টেলের ওই রুমে রাজদীপের সাথে থাকা আরও তিন সহপাঠী, কলেজ কর্তৃপক্ষ এবং হস্টেল সুপারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে মৃতের পরিবারের পক্ষ থেকে। এর পাশাপাশি পরিবারের তরফে ব়্যাগিংয়েরঅভিযোগও তুলেছেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে কলেজ কর্তৃপক্ষ।
হস্টেলের ওই রুমে রাজদীপের সাথে থাকা আরও তিন সহপাঠী, কলেজ কর্তৃপক্ষ এবং হস্টেল সুপারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে মৃতের পরিবারের পক্ষ থেকে। এর পাশাপাশি পরিবারের তরফে ব়্যাগিংয়েরঅভিযোগও তুলেছেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে কলেজ কর্তৃপক্ষ।
