টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অজিরা। শুরুটা ভাল হয়নি। রাজ লিম্বানির বলে শূন্য রানে বোল্ড হন কনসটাস। দ্বিতীয় উইকেটে ৭৮ রান যোগ করেন হ্যারি ডিক্সন (৪২) এবং হিউজ ওয়েবজেন (৪৮)। সর্বোচ্চ রান ভারতীয় বংশোদ্ভুত হার্জাস সিংয়ের (৫৫)। গুরুত্বপূর্ণ ৪৬ রান যোগ করেন অলিভার পিকে। তিন উইকেট নেন রাজ লিম্বানি। অস্ট্রেলিয়ার ইনিংস শেষে ম্যাচ ৫০-৫০ ছিল। ব্যাট করতে নেমে স্নায়ু ধরে রাখতে হতো ভারতকে। কিন্তু তাতেই ব্যর্থ উদয়রা। সেমিফাইনালে যে জুটি ভারতকে ফাইনালে তুলেছিল, সেই দু"জন রান পাননি। ৮ রানে ফেরেন অধিনায়ক উদয়। ৯ রানে আউট হন শচীন দাস। শুরু থেকেই নিয়মিত উইকেট হারায় ভারত। পার্টনারশিপ গড়ে ওঠেনি। কিছুটা চেষ্টা করেন আদর্শ সিং। ৪৭ করেন ভারতীয় ওপেনার। শেষদিকে মুরুগান অভিষেকের ৪২ রান ছাড়া কোনও ভারতীয় ব্যাটার রান পায়নি। বিশ্বমঞ্চে আরও একবার ব্যর্থতা। ৪৩.৫ ওভারে ১৭৪ রানে অলআউট হয়ে যায় ভারত। তিনটে করে উইকেট নেন বিয়ার্ডম্যান এবং ম্যাকমিলান।
