প্রতিটি নোটেই থাকে একটি বিশেষ নম্বর। সেই নম্বরের মাঝে কি রয়েছে একটি স্টার চিহ্ণ (*)? পার্সে থাকা নোটের দিকে ভাল করে তাকিয়ে দেখলে হয়তো কিছু নোটে এই চিহ্ণ দেখতে পাওয়া যাবে।
2
8
কিন্তু এই চিহ্ণের অর্থ কি? নোটে এই চিহ্ণ থাকা মানে কি সেই নোটে রয়েছে কোনও কারচুপি? নাকি এই * চিহ্ণ মার্কা নোটের মূল্য আসলে বেশি? কী অর্থ এই চিহ্ণের?
3
8
দেশের নোট বা টাকা প্রস্তুত করে আরবিআই। প্রত্যেক নোটের আলাদা পরিচয় রয়েছে। নোটের পরিচয় নোটের নম্বর। এছাড়াও নোট আসল নাকি নকল, তা বোঝার জন্যও নোটে রাখা থাকে একাধিক চিহ্ণ।
4
8
কিন্তু তা সত্ত্বেও একাধিক নকল নোটে ছেয়ে যায় বাজার। এ বিষয়ে বারংবার সতর্ক করে RBI। কিন্তু নোটের নম্বরে এই * চিহ্ণও কোনও কারচুপি? না একেবারেই নয়। তাহলে এই চিহ্ণের অর্থ কি?
5
8
আরবিআই জানাচ্ছে, আসলে ১০০ টি সিরিয়ালি ছাপানো নোটের মধ্যে কোনওটাতে ত্রুটি বের হলে তার পরিবর্তে যে নোটটি ছাপানো হয় তাতে এই স্টার বা তারা চিহ্নটা দেওয়া থাকে।
6
8
নোটটি ব্যবহার করার ক্ষেত্রে কোথাও কোনও সমস্যা নেই। আসলে ত্রুটি যুক্ত নোটের জায়গায় এই নোটটা ছাপানো হয়েছে এটা বোঝানোর জন্য কেবলমাত্র স্টার চিহ্ন দেওয়া থাকে। সহজ কথায় ১০০০ টি নোটের মধ্যে মাত্র ১০০টি নোটে আপনি তারকা দেখতে পাবেন।
7
8
এই বিশেষ তারা সিরিজের অন্যান্য নোটের মতোই স্বাভাবিক। এতে কোনও বিশেষ ধরনের নম্বর থাকে না। শুধু নম্বরের মাঝে ওই বিশেষ চিহ্ণটি থাকে। আরবিআই-এর পক্ষ থেকে এই নোটগুলি সম্পূর্ণভাবে বৈধ। এই নোটগুলি আপনি সহজেই বাজারে ব্যবহার করতে পারেন।
8
8
ব্যাঙ্ক এই নোটগুলির প্রিন্টিং ২০০৬ সালে শুরু করেছিল। তখনই আরবিআই স্পষ্ট করেছিল যে তারকা চিহ্নযুক্ত নোটগুলি একটি রিপ্লেস/রিপ্রিন্টেড ব্যাঙ্ক নোট।