রবিবার ২২ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | Bangladesh-Netherlands: ইডেনে কমলা ঝড়, কলকাতায় হার বাংলার বাঘদের

Sampurna Chakraborty | ২৮ অক্টোবর ২০২৩ ১৬ : ৪১Sampurna Chakraborty


সম্পূর্ণা চক্রবর্তী: ইডেনের সবুজ গালিচায় কমলা ঝড়। ফুটবলের পর ক্রিকেটেও কি ডাচ আধিপত্যের শুরু? আরও একটি টেস্ট খেলিয়ে দেশকে হারাল মিনোসরা। বাংলাদেশের প্রত্যাবর্তনের মঞ্চ তৈরি ছিল। কিন্তু উলাট-পুরান। কলকাতায় বাংলার বাঘদের পতন। ধারে-ভারে, সমর্থনে অনেক এগিয়ে ছিল বাংলাদেশ। ঢাকা, মিরপুর, চট্টগ্রাম থেকে প্রচুর সমর্থক হাজির ছিল ইডেনে। কিন্তু আরও একটি ব্যর্থতার সামিল থাকলেন তাঁরা। চলতি বিশ্বকাপে টানা পাঁচ হার বাংলাদেশের। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে খারাপ পারফরম্যান্স ওপার বাংলার দলের। সাতবার বিশ্বকাপ খেলা দল হারল নবাগতদের কাছে। বিশ্বমঞ্চে ডাচদের চতুর্থ জয়।


ব্যাটে-বলে সব বিভাগেই ব্যর্থতা শাকিবদের। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ২২৯ রানে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস। জবাবে ৪২.২ ওভারে ১৪২ রানে শেষ বাংলাদেশের ইনিংস। ৮৭ রানে জিতল ডাচরা। দক্ষিণ আফ্রিকার পর আরও একটি অঘটন। ইডেনে রান তাড়া করে জেতা সহজ নয়। এদিন স্নায়ু ধরে রাখতে ব্যর্থ শাকিব আল হাসানরা। আবার ব্যর্থ বাংলাদেশের অধিনায়ক। অন্যদিকে ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ৬৮ রানে ভর করে লড়াই করার মতো জায়গায় পৌঁছয় নেদারল্যান্ডস। বল হাতে বাকি কাজটা সারেন পল ভ্যান মিকারেন। ২৩ রানে ৪ উইকেট নেন। ম্যাচের সেরাও তিনি। বাংলাদেশের টানা ব্যাটিং ব্যর্থতায় তামিম ইকবালের অনুপস্থিতি আরও প্রকট হচ্ছে। 


এদিন টসে জিতে ব্যাটিং নেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট। কিন্তু শুরুটা মোটেই ভাল হয়নি। টপ অর্ডার আবার ফ্লপ। ৬৩ রানে ৪ উইকেট হারায় ডাচরা। এই জায়গা থেকে অধিনায়কোচিত ইনিংস স্কট এডওয়ার্ডসের। তাঁর ব্যাটে ভর করেই ২২৯ রানে পৌঁছয় নেদারল্যান্ডস। ৬টি চারের সাহায্যে ৮৯ বলে ৬৮ রান করেন। তবে বাংলাদেশের জঘন্য ফিল্ডিংয়ের জন্য দু'বার প্রাণ ফিরে পান ডাচ অধিনায়ক।


নয়তো আরও কম রানেই শেষ হয়ে যেতে পারত ডাচদের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ রান ওয়েসলি বারেসির (৪১)। শেষদিকে গুরুত্বপূর্ণ রান যোগ করেন সাইব্র্যান্ড এঞ্জেলব্রেচট (৩৫) এবং লোগান ভ্যান বিক (২৩)। জোড়া উইকেট নেন শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং মাহেদি হাসান। বোলাররা শুরুটা ভাল করলেও জঘন্য ফিল্ডিংয়ের খেসারত দিতে হল। 

রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। তাসের ঘরের মতো ভেঙে পড়ে শাকিবদের ব্যাটিং। আবারও ব্যর্থ লিটন দাস। কলকাতা নাইট রাইডার্সে খেলে যাওয়া বাংলাদেশের ওপেনারের থেকে ভাল শুরু প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু চেনা মাঠে, পরিচিত পরিবেশেও রান পাননি লিটন। মাত্র ৩ রানে ফেরেন। ব্যর্থ তানজিদ হাসানও (১৫)। এলেন এবং গেলেন নাজমুল হোসেন শান্ত (৯), শাকিব আল হাসান (৫), মুশফিকুর রহিম (১)। মিডল অর্ডার ডাহা ব্যর্থ। ৭০ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। এই জায়গা থেকে কামব্যাক কোনও সম্ভাবনা ছিল না। দলের হয়ে সর্বোচ্চ রান মেহিদি হাসান মিরাজের। ১টি ছয়, ৫টি চারের সাহায্যে ৪০ বলে ৩৫ রান করেন। শেষদিকে মাহমুদুল্লাহ (২০), মুস্তাফিজুরের (২০) দক্ষিণ্যে দেড়শো রানের কাছাকাছি পৌঁছয় বাংলাদেশ। তবে পুরো ৫০ ওভার ব্যাট করতে পারেনি। ৪২.২ ওভারে ১৪২ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। আরও একটি লজ্জার হার। বিশ্বকাপের আগে দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, তামিমের বাদ পড়া শাকিবদের ব্যর্থতার অন্যতম কারণ। 

ছবি: অভিষেক চক্রবর্তী




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ফর্মে ফেরার মন্ত্র রোহিতকে, এই প্রাক্তনের পরামর্শ শুনলে রানে ফিরবেনই হিটম্যান ...

'হায়দরাবাদের বিরুদ্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলব', জামশেদপুরকে হারিয়ে হুঙ্কার অস্কারের...

সন্তোষে চতুর্থ ম্যাচে এসে থেমে গেল বাংলার জয়ের ধারা, মণিপুরের সঙ্গে ড্র সঞ্জয়ের ছেলেদের ...

আক্রমণাত্মক ফুটবলই অস্ত্র, জামশেদপুরকে হারিয়ে দশে উঠে এল ইস্টবেঙ্গল...

চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ কবে? ভারত-পাক দ্বৈরথই বা কবে? জানা গেল সম্ভাব্য সূচি ...

'সবকিছু না জেনে, মন্তব্য করবেন না', সমালোচকদের পাল্টা জবাব পৃথ্বীর...

ভাগ্য বদলাতে ভোল বদলালেন, বক্সিং ডে টেস্টের আগে নতুন লুকে কোহলি ...

ম্যাচটা অন্তত ড্র হওয়া উচিত ছিল, গোয়ার কাছে হেরে ভাগ্যকে দুষলেন মোলিনা...

মাণ্ডবীতে নৌকাডুবি! থামল বিজয়রথ, আইএসএলে দ্বিতীয় হার মোহনবাগানের ...

গোয়ায় থামল বিজয়রথ, আইএসএলে দ্বিতীয় হার মোহনবাগানের ...

চলতি বছর বিসিসিআইয়ের লাভ হয়েছে ৪২০০ কোটি টাকা, বোর্ডের ব্যাঙ্ক ব্যালেন্স কত জানেন?...

বিজয় হাজারের প্রথম ম্যাচে বিশ্রামে সামি, আন্তর্জাতিক প্রত্যাবর্তনের কথা ভেবে আগাম সতর্কতা...

টি-২০ ক্রিকেটে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড ছুঁলেন বাংলার রিচা...

‘বাবাকে ছেড়ে দিন’, অবসর বিতর্কে বাবার মন্তব্য নিয়ে মুখ খুললেন অশ্বিন, সোশ্যাল মিডিয়ায় দিলেন স্পষ্ট বার্তা...

লিগ শিল্ডের ভাবনা দূরে সরিয়ে গোয়া ম্যাচে ফোকাস মোলিনার...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



10 23