আজকাল ওয়েবডেস্ক: অযোধ্যায় রামমন্দির পরিদর্শন করলেন ফিজির উপ প্রধানমন্ত্রী বিমান প্রসাদ। ভারতীয় বংশোদ্ভূত হওয়ার কারণে ভারতের সঙ্গে ফিজির গভীর সংযোগের কথাও এদিন উল্লেখ করেছেন তিনি। বিমান প্রসাদই প্রথম বিদেশি নেতা যিনি রামমন্দির পরিদর্শন করলেন। গত ২২ জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রাম মন্দির পরিদর্শন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রসাদ বলেন, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় ভারতীয়দের ফিজিতে নিয়ে যাওয়া হয়েছিল এবং তারা সঙ্গে নিয়ে গিয়েছিল গীতা" এবং রামায়ণ। হিন্দু সম্প্রদায়ের শক্তিশালী সাংস্কৃতিক দিকটির কথাও এদিন উল্লেখ করেন ফিজির উপ প্রধানমন্ত্রী।