আজকাল ওয়েবডেস্ক: পরীক্ষার আগেরদিন বাইক দুর্ঘটনা। গুরুতর আহত অবস্থাতেই হাসপাতালে বসে পরীক্ষা দিল মাধ্যমিকের ছাত্র।
সূত্রের খবর, বুধবার রাতে বোনের জন্মদিন উপলক্ষে কেক কিনে বাড়ি ফিরছিল মাধ্যমিক পরীক্ষার্থী সুজন বিশ্বাস। সুজন নন্দঝাড় হাইস্কুলের ছাত্র। তার পরীক্ষা কেন্দ্র ছিল পাঞ্জিপাড়ার এলাহিবক্স হাইস্কুলে। গোয়াল পখরের নন্দঝার বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে যায় সে। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকেরা ইসলামপুর হাসপাতালে ভর্তি করে সুজনকে। রাতে দুর্ঘটনা হলেও পরীক্ষা দেওয়ার ইচ্ছাটুকু ছাড়তে পারেনি ওই ছাত্র। শেষমেশ পরিবারের সদস্যরা যোগাযোগ করেন স্কুল কর্তৃপক্ষের সাথে। অবশেষে ইসলামপুর হাসপাতালে তার পরীক্ষার ব্যবস্থা করে স্কুল কর্তৃপক্ষ।
সূত্রের খবর, বুধবার রাতে বোনের জন্মদিন উপলক্ষে কেক কিনে বাড়ি ফিরছিল মাধ্যমিক পরীক্ষার্থী সুজন বিশ্বাস। সুজন নন্দঝাড় হাইস্কুলের ছাত্র। তার পরীক্ষা কেন্দ্র ছিল পাঞ্জিপাড়ার এলাহিবক্স হাইস্কুলে। গোয়াল পখরের নন্দঝার বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে যায় সে। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকেরা ইসলামপুর হাসপাতালে ভর্তি করে সুজনকে। রাতে দুর্ঘটনা হলেও পরীক্ষা দেওয়ার ইচ্ছাটুকু ছাড়তে পারেনি ওই ছাত্র। শেষমেশ পরিবারের সদস্যরা যোগাযোগ করেন স্কুল কর্তৃপক্ষের সাথে। অবশেষে ইসলামপুর হাসপাতালে তার পরীক্ষার ব্যবস্থা করে স্কুল কর্তৃপক্ষ।
