আজকাল ওয়েবডেস্ক: পালাবদলের পর রাজ্যে ক্ষমতায় এসে তিনিই চালু করেছেন 'লক্ষ্মীর ভান্ডার'। সেইসঙ্গে নারী শক্তির উন্নয়নে তাঁর হাত ধরেই রাজ্যে চালু হয়েছে 'কন্যাশ্রী' ও 'রূপশ্রী'র মতো প্রকল্প। শনিবার লক্ষ্মীপুজোর দিন সেই 'লক্ষ্মী'কে মাথায় রেখেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রকাশ করলেন তাঁর নতুন কবিতা, 'আমার লক্ষ্মী'। বাংলার নারী শক্তিকে কুর্নিশ জানিয়ে যেখানে ছত্রে ছত্রে মমতা বর্ণনা করেছেন তাঁর দুর্জয় লক্ষ্মীর কথা। যে লক্ষ্মী গ্রাম বাংলার বিদ্যালয়ে সরস্বতীর গান গাওয়ার পাশাপাশি নির্ভয়-দুর্জয় হিসেবে প্লেনও চালায়। বিভেদ ঘুচিয়ে কবিতায় তাঁর লক্ষ্মীকে তিনি এগিয়ে নিয়ে গেছেন প্রতিটি বাধা টপকে। সবমিলিয়ে ২৪ লাইনের এই কবিতায় প্রতিটি লাইনেই মমতা গেয়েছেন নারী শক্তির জয়গান।
কখনও রাজনীতি আবার কখনও শিশুদের জন্য, এর আগেও প্রকাশিত হয়েছে তাঁর একাধিক বই। সাধারণ কবিতা থেকে বাচ্চাদের জন্য ছড়া। তাঁর কলমে উঠে এসেছে জীবনের নানা দিক। লোকে তা সাগ্রহে সংগ্রহও করেছেন। যথেষ্ট প্রশংসিতও হয়েছে সেগুলি।