আজকাল ওয়েবডেস্ক:‌ আজ, বৃহস্পতিবার পঞ্চমী। অনেকেই বেড়িয়ে পড়েছেন ঠাকুর দেখতে। অতিরিক্ত ভিড়ের কারণে যাত্রীদের সুরক্ষা এবং নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, তার জন্য একগুচ্ছ পদক্ষেপ করল কলকাতা মেট্রো। সপ্তমী থেকে দশমী পর্যন্ত একাধিক সতর্কতামূলক ব্যবস্থা রাখা হচ্ছে মেট্রো রেলের তরফে। যে স্টেশনগুলি লাগোয়া বড় বড় ঠাকুর রয়েছে, সেখানে বেশি সংখ্যায় আরপিএফ মোতায়েন করা হচ্ছে। থাকছে পাঁচ সদস্যের কুইক রেসপন্স টিম এবং বিপর্যয় মোকাবিলা দল। মহিলা যাত্রী এবং শিশুদের নিরাপত্তায় রাখা হচ্ছে মহিলা আরপিএফ টিম। ভিড়ের সময়ে যাত্রীদের সাবধান করতে আরপিএফ কর্মীদের হাত–মাইক ব্যবহার করতে বলা হয়েছে। সিসি ক্যামেরায় মেট্রো স্টেশনগুলিতে নজরদারি চালানোর পাশাপাশি সন্দেহজনক বস্তু শনাক্তকরণে কাজে লাগানো হবে পুলিশ কুকুরকেও। পাবলিক অ্যানাউন্স সিস্টেমে বারবার যাত্রীদের পরামর্শ দিয়ে বিশেষ ঘোষণাও করবে মেট্রো।