আজ 'রোজ ডে'। প্রিয়জনের জন্য ফুল কেনার আদর্শ দিন। বেশিদিন বাকি নেই ভ্যালেন্টাইনস ডে-রও। প্রেমের এই মরশুমে ফুল না হয় কিনলেন কিন্তু প্রিয়জনের যে সেই ফুল পছন্দ হবেই এমন নিশ্চয়তা পাবেন কী ভাবে? সহায়তা করতে পারে জ্যোতিষশাস্ত্র। এক এক রাশির মানুষের এক এক রঙের গোলাপ পছন্দ।
2
13
মেষ রাশি যাঁরা মেষ রাশির জাতক, তাঁরা এমনিতেই একটু আলাদা ধরনের হন। এক্ষেত্রেও তার ব্যতিক্রম নেই। কারণ রোজ ডে হলেও মেষ রাশির জাতকরা গোলাপে গলবেন না। বরং তাঁদের রঙিন টিউলিপ উপহার দিলে বেশি খুশি হবেন তাঁরা।
মিথুন পছন্দের মানুষটি যদি মিথুন রাশির হয়, তবে আপনাকেও কিছুটা উচ্চাভিলাষী হতে হবে। এই ধরনের মানুষদের খুব পছন্দের রং ল্যাভেন্ডার। এই রঙের গোলাপ বিরল হলেও যদি প্রিয় মানুষটিকে ল্যাভেন্ডার রঙের গোলাপ উপহার দিতে পারেন, তবে তাঁর মন পেতে অসুবিধা হবে না।
5
13
কর্কট কর্কট রাশির ব্যক্তিরা সাধারণত খুবই আবেগপ্রবণ এবং স্নেহপরায়ণ হন। এই ধরনের মানুষদের জন্য শ্রেষ্ঠ উপহার হতে পারে এক তোড়া সাদা গোলাপ। সাদা গোলাপ বিশুদ্ধতা, ভক্তি এবং আন্তরিকতার প্রতীক।
6
13
সিংহ সিংহ রাশির মানুষদের জন্য আদর্শ উপহার হতে পারে কমলা গোলাপ। কারণ আর কিছুই নয়, আগুন রঙা গোলাপ কিছুটা সিংহ রাশির মানুষদের ব্যক্তিত্বকে প্রতিফলিত করে। প্রতিফলিত করে উদ্দীপনা, আবেগ এবং শক্তি।
7
13
কন্যা কন্যা রাশির মানুষরা একটু ভাবক প্রকৃতির হন। বাইরে যেমনই মনে হোক ভিতর থেকে এই রাশির মানুষেরা সত্যিকারের নম্র এবং দয়ালু হন। কন্যা রাশির মানুষদের মন জয় করতে তাঁদের পিচ রঙা গোলাপ উপহার দিতে পারেন। পিচ রঙা গোলাপ কৃতজ্ঞতা, আন্তরিকতা এবং উষ্ণতার প্রতীক।
8
13
তুলা রাশি তুলা রাশির ব্যক্তিদের জন্য ক্লাসিক লাল গোলাপ হল আদর্শ। তুলা রাশির মানুষরা এমনিতেই মজাদার এবং বাঁধনহীন হন। তাই লাল গোলাপের মাদকতা ছাড়া তাঁদের ধরে রাখা কঠিন।
9
13
বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতকদের জন্যেও সেরা উপহার হতে পারে গাঢ় লাল গোলাপ। উদ্দাম আবেগ এই রাশির ট্রেডমার্ক চারিত্রিক বৈশিষ্ট্, সেই আবেগ ধরে রাখতে পারে কেবল রক্তাভ গোলাপ।
10
13
ধনু দুঃসাহসিকতা ধনু রাশির অন্যতম বৈশিষ্ট। বেগুনি বা ল্যাভেন্ডার গোলাপ তাঁদের জন্য সবচেয়ে উপযুক্ত।
11
13
মকর রাশি সাফল্য এবং স্থায়িত্বের প্রতীক বাদামি বা গেরুয়া গোলাপ। মকর রাশির জাতকরা খুবই বাস্তববাদী হন। কাজেই তাঁদের জন্য বাদামি বা গেরুয়া গোলাপ কিনতে পারেন।
12
13
কুম্ভ কুম্ভ রাশির মানুষদের কল্পনা প্রবণ মনের জন্য সাধারণ উপহারের বাইরে গিয়ে ভাবতে হবে। তাই গোলাপ নয়। বরং দিতে পারেন অর্কিড।
13
13
মীন মীনরাশির মানুষদের জলজ উদ্ভিদের প্রতি এক ধরনের স্বাভাবিক আকর্ষণ থাকে। তাই গোলাপ নয়, বরং তাঁদের জন্য নিতে পারেন ওয়াটার লিলি।