নিজস্ব সংবাদদাতা: "আপিস" এর কাজ শেষ করেই সোশ্যাল মিডিয়ায় হাসিখুশি পোস্ট অভিনেত্রী সন্দীপ্তা সেনের। এই "আপিস" এর কাজ সামলাতে গিয়েই নাকি বিয়ের ২ মাস কেটে গেলেও হানিমুনে যেতে পারেননি অভিনেত্রী। "আপিস" অভিনেত্রীর আগামী ছবি। ৩১ জানুয়ারি ইনস্টাগ্রাম পোস্টে নতুন ছবি নিয়ে নিজের মনের কথা শেয়ার করেছেন অভিনেত্রী। নতুন বছরের শুরুতেই খোশ মেজাজে তিনি।
"আপিস" দুই নারীর স্বাবলম্বী হয়ে ওঠার গল্প। মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতা দরকার প্রত্যেক নারীর। নাহলে সমাজে, সংসারে মান থাকে না। যে চেনা কথাগুলোর ছুঁয়ে যাবে সব স্তরের নারীকেই। ছবিতে সন্দীপ্তা একজন কর্মরতা গৃহবধূ। আর তাঁর বাড়ির পরিচারিকা হলেন "টুম্পা দি", যিনি মনে করেন এই কাজের বাড়িটাই তাঁর অফিস। এই দুই নারীকে ঘিরেই গড়ে উঠেছে ছবির গল্প! নারীর ক্ষমতায়নের চেনা ধারণা, বাণী বসুর গল্প অবলম্বনে নতুন মোড়কে সাজিয়েছেন পরিচালক অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায়। আজকাল ডট ইন এর প্রশ্নে জানালেন সন্দীপ্তা। এই ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন সন্দীপ্তা সেন ও সুদীপ্তা চক্রবর্তী। ছবিতে "টুম্পা দি" সুদীপ্তার সঙ্গে এই প্রথম কাজ সন্দীপ্তার। সেই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, অনেক দিনের ইচ্ছে ছিল একসঙ্গে কাজ করার। অবশেষে সম্ভব হল। এবং কাজ করতে করতে তিনি নাকি অনেক কিছু শিখেছেন। ছবিতে সন্দীপ্তার স্বামী হয়েছেন কিঞ্জল চক্রবর্তী। "হীরালাল" দেখার পর থেকেই নাকি একসঙ্গে কাজ করার ইচ্ছে ছিল যা পূরণ হয়েছে এই ছবির হাত ধরেই। ছবিতে ৩ বছরের একজন খুদে অভিনেতাও রয়েছে।
View this post on Instagram
A post shared by SANDIPTA SEN (@sandiptasen)
বড়পর্দা দিয়েই বছর শুরু করলেন সন্দীপ্তা। তবে অন্যরকম গল্প হলে, ধারাবাহিকে ফিরতেও আপত্তি নেই তাঁর। কিন্তু বিয়ের পরে কেমন আছেন তিনি? "আপিস" যেতে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে তাঁকে? অভিনেত্রীর কথায়, ""এখনও সেটা শুরু হয়নি। কারণ পুরোপুরি সৌম্যর বাড়িতে থাকতে শুরু করিনি। সৌম্য ভীষণ হেল্পফুল। ওর যেহেতু একা থাকার অভ্যাস ছিল তাই অনেকটা সামলে নিতে জানে। বাড়িতে অতিথি আসলেও অনেক সাহায্য করে। খাবার সার্ভ করা থেকে শুরু করে যেকোনও কাজ, ও আমাকে একা করতে দেয় না। লোড শেয়ারিং হয়।"" বিয়ের আগে সোলো ট্রাভেলার ছিলেন অভিনেত্রী। অথচ বিয়ের পরে এখনও হানিমুনেও যেতে পারেননি, আগামী দিনে সেটাই পরিকল্পনা করবেন দু"জনে।
