বুধের সকালে বিহারের কাটিহারির কোলাসি গ্রাম থেকে শুরু হয়েছে ন্যায় যাত্রা। সেখান থেকে আজ বেলা ১২ টার পর মালদহে প্রবেশ করলেন রাহুল। রাহুলের আজকের কর্মসূচিতে যোগ দিতেন পারেন বামেদের প্রথম সারির একাধিক নেতাও।
রাহুল আজ রাত্রিবাস করবেন মালদহের সুজাপুরে। আর মমতা মালদহের সভার পরে মুর্শিদাবাদের বহরমপুরে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। অন্যদিকে রাহুল বৃহস্পতিবার দিনভর কর্মসূচি করবেন মুর্শিদাবাদে।
