আজকাল ওয়েবডেস্ক: স্কুলের মধ্যে এলোপাথাড়ি গুলি। ক্লাসঘরে সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালাল শিক্ষক। গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু ২ শিক্ষকের। ২ সহকর্মীকে খুনের পর গুলি করে আত্মহত্যার চেষ্টা করে ঘাতক শিক্ষক।
ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডে। গোড্ডা জেলার এক সরকারি স্কুলে। মঙ্গলবার ক্লাস শুরুর পর বেলা ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে। স্কুলের একটি ক্লাসঘর থেকে ১ শিক্ষক এবং ১ শিক্ষিকার রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। সেই ঘরের মেঝেতেই গুরুতর আহত অবস্থায় পড়েছিলেন ঘাতক শিক্ষক। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
স্কুলের মধ্যে ভয়াবহ হত্যাকাণ্ডের নেপথ্যে কী কারণ? তদন্ত জারি রেখেছে পুলিশ।
ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডে। গোড্ডা জেলার এক সরকারি স্কুলে। মঙ্গলবার ক্লাস শুরুর পর বেলা ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে। স্কুলের একটি ক্লাসঘর থেকে ১ শিক্ষক এবং ১ শিক্ষিকার রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। সেই ঘরের মেঝেতেই গুরুতর আহত অবস্থায় পড়েছিলেন ঘাতক শিক্ষক। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
স্কুলের মধ্যে ভয়াবহ হত্যাকাণ্ডের নেপথ্যে কী কারণ? তদন্ত জারি রেখেছে পুলিশ।
