আজকাল ওয়েবডেস্ক: সামনেই লোকসভা নির্বাচন। তার আগে জেলা সফরে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কোচবিহার, শিলিগুড়িতে একগুচ্ছ কর্মসূচি ছিল তাঁর। মঙ্গলবার তিনি প্রশাসনিক সভা করবেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। রায়গঞ্জ থেকেই একগুচ্ছ প্রকল্পের সূচনা, শিলান্যাস করবেন তিনি। তার আগেই মঙ্গলবার সকালে পদযাত্রা, জনসংযোগ কর্মসূচি সারেন। মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রীর জনসংযোগ কর্মসূচি ছিল চোপড়ায়, ইসলামপুরেও পদযাত্রায় হাঁটেন তিনি। দু" জায়গাতেই রাস্তার দুধারে বিপুল মানুষের জমায়েত হয় সকাল থেকেই। তাঁদের দিকে হাত নেড়ে, হাত মিলিয়ে জনসংযোগ সারেন তিনি। মঙ্গলবার শিলিগুড়ি থেকে হেলিকপ্টারে চোপড়ায় যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে পদযাত্রা, জনসংযোগ কর্মসূচি সম্পন্ন করে সড়কপথে যান ইসলামপুরে।
