"এত গান লিখেও সংসার চলছে না", একসময় আক্ষেপ ঝরে পড়েছিল শিল্পীর গলায়। এবার রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেবেন সিউড়ির ভাদু গানের শিল্পী তথা "বড়লোকের বিটি লো"-র স্রষ্টা রতন কাহার।