সংবাদসংস্থা, মুম্বই: বেজরঙা ট্রাউসার, সাদা ক্রিস্প শার্ট আর বেজরঙের ঢিলেঢালা সোয়েটার। "ফাইটার" দীপিকা পাড়ুকোন তাক লাগিয়ে দিলেন উইন্টার ফ্যাশনে। ছবির প্রচারে সম্পূর্ণ ভিন্ন অবতারে হাজির হলেন তিনি। সাজ সম্পূর্ণ করতে পেনসিল হিল দেওয়া পাম্প পরেছিলেন অভিনেত্রী। এর আগেও কালো জ্যাকেটে নজর কেড়েছিলেন দীপিকা।
শীতের মরশুম! পার্টি হোক বা বন্ধুদের সঙ্গে আড্ডা, কেমন সাজবেন এই নিয়ে চিন্তার শেষ থাকে না। সেক্ষেত্রে বলিউডের অন্যতম ডিভা দীপিকাকে অনুকরণ করতেই পারেন আপনারা। বেজ-লুকের সঙ্গে ন্যুড মেকআপেই বাজিমাত করেছেন "চেন্নাই এক্সপ্রেস" অভিনেত্রী। চুলে ছিল তাঁর হালকা ওয়েভ। ঠোঁটে গাঢ় পিচ রং। প্রিয় মানুষের সঙ্গে ডিনার ডেট হোক বা বন্ধুদের সঙ্গে ঘরোয়া পার্টিতে আড্ডা - এমনভাবে সেজে উঠতে পারেন আপনারাও। ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে অভিনেত্রীর "ফাইটার"! ছবির প্রমোশনে এরকমই ছিমছাম পোশাকে দেখা গিয়েছে তাঁকে।
এর আগে ওভার-সাইজড কালো ব্লেজারে নজর কেড়েছিলেন তিনি। সেই ছবি ভাইরাল হয়েছিল নেটপাড়ায়। সালিনা নাথালির ডিজাইন করা আউটফিটে সেজেছিলেন তিনি। লং ওয়াইড -লেগড ট্রাউজার আর ওভারসাইজড ব্লেজার। পোশাকের সঙ্গে একটি মেসিবান আর ন্যুড মেকআপেই সাজ সম্পূর্ণ করেছিলেন তিনি। সাজের মূল আকর্ষণ ছিল তাঁর উইংড আইলাইনার আর রেড -হট লিপস্টিক। পোশাকের সঙ্গে মানানসই সিলভার রাইনস্টোন বো-ডেকর ব্ল্যাক স্টিলেটো পাম্প পরেছিলেন। এছাড়াও আঙুলে ছিল তাঁর জমকালো হিরের আংটি।
শীতের মরশুমে বিয়েবাড়ি হোক বা বন্ধুদের সঙ্গে পার্টি। এরকম সাজে মধ্যমণি হয়ে উঠতে পারেন আপনারাও।
শীতের মরশুম! পার্টি হোক বা বন্ধুদের সঙ্গে আড্ডা, কেমন সাজবেন এই নিয়ে চিন্তার শেষ থাকে না। সেক্ষেত্রে বলিউডের অন্যতম ডিভা দীপিকাকে অনুকরণ করতেই পারেন আপনারা। বেজ-লুকের সঙ্গে ন্যুড মেকআপেই বাজিমাত করেছেন "চেন্নাই এক্সপ্রেস" অভিনেত্রী। চুলে ছিল তাঁর হালকা ওয়েভ। ঠোঁটে গাঢ় পিচ রং। প্রিয় মানুষের সঙ্গে ডিনার ডেট হোক বা বন্ধুদের সঙ্গে ঘরোয়া পার্টিতে আড্ডা - এমনভাবে সেজে উঠতে পারেন আপনারাও। ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে অভিনেত্রীর "ফাইটার"! ছবির প্রমোশনে এরকমই ছিমছাম পোশাকে দেখা গিয়েছে তাঁকে।
এর আগে ওভার-সাইজড কালো ব্লেজারে নজর কেড়েছিলেন তিনি। সেই ছবি ভাইরাল হয়েছিল নেটপাড়ায়। সালিনা নাথালির ডিজাইন করা আউটফিটে সেজেছিলেন তিনি। লং ওয়াইড -লেগড ট্রাউজার আর ওভারসাইজড ব্লেজার। পোশাকের সঙ্গে একটি মেসিবান আর ন্যুড মেকআপেই সাজ সম্পূর্ণ করেছিলেন তিনি। সাজের মূল আকর্ষণ ছিল তাঁর উইংড আইলাইনার আর রেড -হট লিপস্টিক। পোশাকের সঙ্গে মানানসই সিলভার রাইনস্টোন বো-ডেকর ব্ল্যাক স্টিলেটো পাম্প পরেছিলেন। এছাড়াও আঙুলে ছিল তাঁর জমকালো হিরের আংটি।
শীতের মরশুমে বিয়েবাড়ি হোক বা বন্ধুদের সঙ্গে পার্টি। এরকম সাজে মধ্যমণি হয়ে উঠতে পারেন আপনারাও।
