কৌশিক রায়: আন্তর্জাতিক কলকাতা বইমেলার সপ্তম দিনেও চাঁদের হাট আজকাল প্যাভিলিয়নে। গত কয়েকদিনে বহু গুণীজন পা রেখেছেন আজকালে। বুধবার বইমেলায় দুপুর থেকেই হালকা বৃষ্টি। তার মধ্যেও ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছেন বইপ্রেমীরা। বাদ যাননি বিশিষ্টজনেরাও। এদিন আজকালের স্টলে আসেন সস্ত্রীক লেখক অভিজিৎ চৌধুরী, লেখক শৈবাল চট্টোপাধ্যায়, সাংবাদিক স্নেহাশিস সুর, লেখক তপন বন্দ্যোপাধ্যায়, কবি শ্রীজাত, ইতিহাসবিদ সুগত বসু ও সুমন্ত্র বসু, লন্ডনের অধ্যাপক ডমিনিক লিভেন। প্যাভিলিয়নে সাজানো বিভিন্ন সংবাদচিত্র দেখে মুগ্ধ তাঁরা। বইপ্রেমীদের সেলফির আবদারও মেটাতে হয় বিশিষ্টদের।