আজকাল ওয়েবডেস্ক: ওয়ানডে সিরিজে হারতে হয়েছে। এবার পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। যেখানে সাম্প্রতিক ফর্ম বলছে ভারত রাজা। সদ্য এশিয়া কাপ জিতেছে টিম ইন্ডিয়া।
 
 বুধবার থেকে শুরু হয়ে যাচ্ছে টি–টোয়েন্টি সিরিজ। তার আগে নিজের ফর্ম নিয়ে মুখ খুলেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। এটা ঘটনা দল জিতলেও গত সাত ম্যাচে টি–টোয়েন্টি ম্যাচে মাত্র ৭২ রান করেছেন সূর্য। যদিও কোচ গৌতম গম্ভীরের পূর্ণ আস্থা রয়েছে সূর্যর উপর। আর সূর্য নিজে কী ভাবছেন?
 
 ক্যানবেরায় প্রথম টি–টোয়েন্টি ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে সূর্য জানান, ‘প্রচুর পরিশ্রম করছি। আগেও করেছি। নেটে অনেকক্ষণ ব্যাট করেছি। রান আসবেই। পরিশ্রমটাই আসল। আমি একটা করে ম্যাচ ধরে এগোচ্ছি। জানি একটা ম্যাচে রান পেলেই ছবিটা বদলে যাবে। আশা করছি এই সিরিজে রান করব।’ 
 
 সোমবার সূর্যের ফর্ম নিয়ে মুখ খুলেছিলেন গম্ভীর। খুব একটা চিন্তিত দেখায়নি তাঁকে। গম্ভীর বলেই দিয়েছিলেন, ‘সত্যি বলতে, সূর্যের ফর্ম নিয়ে একটুও চিন্তিত নই। সাজঘরে অতি আগ্রাসী মনোভাব বজায় রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। সেই দর্শন মেনে চললে ব্যর্থতা আসবেই। সমালোচনা এড়াতে সূর্য চাইলেই ৩০ বলে ৪০ রান করতে পারে। তবে একসঙ্গে বসে আমরা ঠিক করেছি, ব্যর্থ হলেও নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে পিছিয়ে আসব না।’ সূর্যের কথা শুনেও মনে হয়েছে, খুব বেশি চাপ নিচ্ছেন না তিনি। 
 
 আগামী বছরের বিশ্বকাপের প্রস্তুতি থেকে শুরু করে জসপ্রীত বুমরা, নীতীশ রেড্ডি, শিবম দুবেদের নিয়ে কথা বলেছেন সূর্য। সূর্য জানিয়েছেন, অস্ট্রেলিয়া সিরিজকে টি২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই দেখছেন তাঁরা। সূর্যর কথায়, ‘এশিয়া কাপ থেকেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছি। এমন নয় যে এশিয়ার বাইরে খেলতে এসেছি বলে অন্য কিছু ভাবব। এই সিরিজকেও বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই দেখছি। আমাদের দলে খুব বেশি বদল হয় না। এশিয়ার বাইরেও দলের ভারসাম্য প্রায় একই রকম থাকে।’ অস্ট্রেলিয়ায় চ্যালেঞ্জ নিতে তৈরি সূর্য। তাঁর কথায়, ‘সব ফরম্যাট আলাদা। টি–টোয়েন্টি তে আমরা যেভাবে গত কয়েক বছর খেলছি, এই সিরিজেও সেটা করারই চেষ্টা করব। অস্ট্রেলিয়ার মতো দেশে তো চ্যালেঞ্জ আসবেই। এখানে মানিয়ে নেওয়াটাও গুরুত্বপূর্ণ। এই চ্যালেঞ্জটা দলের জন্য ভাল।’ 
আরও পড়ুন: পছন্দের খাবার ছেড়েছেন রোহিত, দক্ষিণ আফ্রিকা সিরিজে বিরাট বদল রোহিতের
 
 টি–টোয়েন্টি সিরিজে ফিরছেন বুমরা। তাঁকে নিয়ে ভীষণ আশাবাদী সূর্য বলেছেন, ‘বেশ কয়েক বছর ধরে ও নিজেকে পারফরম্যান্সের শীর্ষে রেখেছে। ও জানে, কীভাবে প্রস্তুতি নিতে হয়। আমাদের দলের ক্রিকেটারদের মধ্যে এই দেশে ও সবচেয়ে বেশি খেলেছে। তাই ও দলে থাকলে খুব সুবিধা হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বুমরার লড়াইয়ের দিকে সকলের নজর থাকবে।’ তবে বোলার শিবমকে নিয়ে ধোঁয়াশা জিইয়ে রাখেন সূর্য। আর নীতীশ রেড্ডি বুধবার খেলবেন কিনা তা নিয়ে কিছু জানাননি অধিনায়ক। 
 
 তবে ফিল্ডিং বিশেষ করে ক্যাচ ফস্কানো নিয়ে যে তিনি চিন্তিত তা জানাতে দ্বিধা করেননি। অবশ্য বলেছেন, ‘এই বিষয়ে অনেক অনুশীলন হয়েছে। আশা করি ম্যাচে সবটাই ঠিকঠাক হবে।’ 
 
  
