দর্শকের পছন্দের ঘরানা বলতেই একবাক্যে উঠে আসে থ্রিলারের নাম। রহস্যে ঘেরা ছবির মোড়ে কোন নতুন চমক অপেক্ষা করছে তা জানতে আগ্রহী দর্শকমহল। দর্শকের পছন্দের কথা মাথায় রেখেই বাংলায় তৈরি হচ্ছে একের পর এক থ্রিলার ছবি। ভরপুর রহস্যের সঙ্গে জুড়বে মিষ্টি সম্পর্ক। জি ফাইভে আসছে এক নতুন সিরিজ। এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি সিরিজের নাম। তবে ইতিমধ্যেই তারকা বাছাই পর্ব শেষ হয়েছে।

 

 

থ্রিলার সিরিজের মুখ্য ভূমিকায় থাকছেন বিদীপ্তা চক্রবর্তী, আভেরী সিংহ রায়, গৌরব রায়চৌধুরী ও শ্যামৌপ্তি মুদলি। এছাড়াও থাকবেন আরও বেশকিছু পরিচিত মুখ। সিরিজের পরিচালনার দায়িত্বে রয়েছেন অভ্রজিৎ সেন।

 

আরও পড়ুন: নতুন শহরে এসে আলাদা হয়ে গেল বর-বউয়ের পথ! ফের ভাঙছে টলিপাড়ার কোন জুটির সংসার?

 


এই মুহূর্তে একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে সিরিজের কাজ। জানা যাচ্ছে, গল্পে রহস্য ঘনীভূত হবে একেবারে জোরালোভাবে। রহস্য-রোমাঞ্চে মজে থাকতে যেহেতু দর্শক বেশ পছন্দ করছেন তাই সেই কথা মাথায় রেখেই এই সিরিজের ভাবনা। জি ফাইভ বাংলায় খুব তাড়াতাড়িই আসবে এই টানটান উত্তেজনাপূর্ণ সিরিজটি।

 

 

প্রসঙ্গত, মুখ্য অভিনেতাদের মধ্যে অনেককেই ছবি ও সিরিজের দুনিয়ায় দর্শক দেখলেও শ্যামৌপ্তিকে ওটিটির পর্দায় এই প্রথমবার দেখবেন। এতদিন ছোটপর্দায় বিভিন্ন চরিত্রে অভিনয় করে অনুরাগীদের মন জয় করেছেন। তবে ওটিটিতে এই প্রথমবার কাজ করতে চলেছেন তিনি। শ্যামৌপ্তিকে দর্শক শেষ দেখেছেন জি বাংলার ধারাবাহিক 'অমর সঙ্গী'তে‌। 

 

 

 

অন্যদিকে, গৌরব রায়চৌধুরীকেও অনেকদিন পর্দায় দেখা যায় না। জি বাংলার ধারাবাহিক 'পুবের ময়না'য় তাঁকে শেষ দেখা গিয়েছিল। যদিও মাঝে একটি ছবিতে দেখা যাওয়ার কথা অভিনেতাকে। ইতিমধ্যেই শেষ হয়েছে সেই ছবির শুটিং। এবার ওটিটির পর্দায় জমজমাট থ্রিলারে কোন ভূমিকায় থাকছেন তিনি, সেটাই দেখার। গল্পে গৌরব ও শ্যামৌপ্তি জুটি বাঁধছেন কিনা তা-ও যদিও জানা যায়নি।