আজকাল ওয়েবডেস্ক: জুন থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিল না রোহিত শর্মার। 

কিন্তু অস্ট্রেলিয়ার মাঠে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজে রোহিত শর্মার ফর্ম দেখে কিন্তু কেউ বলবেন না তিনি ব্যাট হাতে নামেননি দীর্ঘ সময়। পারথে রান পাননি হিটম্যান। কিন্তু অ্যাডিলেড ও সিডনিতে রোহিতের ব্যাট কথা বলে। তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন ছিল গোটা দেশের। অস্ট্রেলিয়ার মাটিতে সফল হওয়ার জন্য রোহিত ১১ কেজি ওজন কমিয়েছিলেন।

আরও পড়ুন: অভিষেক ফর্মে থাকলে, 'আউট অফ ফর্ম' হ্যাজলউড, টি-টোয়েন্টি সিরিজের আগে অজিদের বড় বার্তা প্রাক্তন কোচের

ভারতের পরবর্তী ঘরোয়া সিরিজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ অভিষেক নায়ার মনে করেন, প্রোটিয়াদের বিরুদ্ধে  আসন্ন ওয়ানডে সিরিজের আগে রোহিত শর্মা আরও ওজন কমাবেন। পছন্দের খাবার ছেড়ে দিয়েছেন রোহিত। খবরের ভিতরের খবর ফাঁস করেছেন নায়ার। 

২০২৫ সালের আইপিএলের পরে সেপ্টেম্বরের গোড়ায় রোহিত শর্মাকে যখন জনসমক্ষে দেখা যায়, তখন অনেকেই তাঁর পরিবর্তন দেখে অবাক হয়ে গিয়েছিলেন। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে গাড়ি থেকে নামার পরে অনেকেই অবাক হয়েছিলেন রোহিতের ওজন হ্রাস দেখে। অভিষেক নায়ারই জানিয়েছিলেন, গত তিন মাসে ১১ কেজি ওজন ঝরিয়েছেন রোহিত। 

সিডনিতে সেঞ্চুরি হাঁকিয়ে গৌতম গম্ভীর কাকে জবাব দিলেন? নির্বাচক মণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকরকে কি উত্তরটা দিলেন? 

রোহিত শর্মা সেঞ্চুরি হাঁকালেন স্যর ডনের দেশে। তার পরে কোহলির বিরাট আলিঙ্গন। দু'জনেই হাসছেন তখন। ওই হাসি তো জবাব দেওয়ার। ওই হাসি যুদ্ধে জিতে নেওয়ার। এই লড়াই তো কেবল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ছিল না। ছিল নিজের দেশের নির্বাচকমণ্ডলীর বিরুদ্ধেও। ছিল গম্ভীরের অনাস্থার বিরুদ্ধে। ছিল সেই সব মানুষের বিরুদ্ধে যাঁরা দুই মহাতারকার দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বলেছিলেন, ''ওদের এবার সরে যাবার সময় হয়েছে।'' সেঞ্চুরি করেও রোহিত কি জানেন তিনি স্থানচ্যুত হবেন না আর? কোহলিও কি সেই গন্ধ পেলেন? 
রোহিত সেঞ্চুরি করে আকাশের দিকে তাকালেন। প্রথম ওয়ানডেতে রান পাননি। গেল গেল রব উঠেছিল। দ্বিতীয় ওয়ানডে-ত হিটম্যান ভাঙনের মুখে দলকে টেনেছিলেন। আর তৃতীয় ওয়ানডেতে তো তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছলেন। মনে করিয়ে দিলেন ২০২৩ বিশ্বকাপের রোহিত শর্মাকে। কিন্তু এই দু'বছরে তো গঙ্গা গিয়ে গড়িয়ে গিয়েছে অনেক জল। অনেক বিশেষজ্ঞই বলতে শুরু করে দিয়েছেন, ''রোহিত-বিরাট ব্যর্থ হোক এটাই চান নির্বাচকরা।'' 
কিন্তু দুই তারকা সেই সুযোগটা দিতে রাজি নন। 

আরও পড়ুন: ‘‌ফোন করে বলা হচ্ছে ভারতীয় দলকে শাস্তি দেবেন না’‌, বিসিসিআইকে নিশানা করলেন প্রাক্তন এই ম্যাচ রেফারি ...