এক দাদার যত্নসহকারে তাঁর চার বোনকে আগলে রাখার গল্প বলছে জি বাংলার ধারাবাহিক 'দাদামণি'। দাদা 'সোম'-এর ভূমিকায় অভিনয় করেছেন প্রতীক সেন। মা সন্তানদের ছেড়ে চলে গেছে, আর বাবা মদ্যপ। তাই বোনেদের কাছে বাবা-মা উভয়ই সোম অর্থাৎ প্রতীক সেন।
 
 শুধু দাদা-বোনের সম্পর্কের বন্ধনই নয়, এই ধারাবাহিক বলছে মিষ্টি প্রেমের কাহিনিও। গল্পের নায়িকা পার্বতীকে ছোট থেকেই ভালবাসে সোম। কিন্তু মুখ ফুটে বলতে পারছেনা। বড় হয়েও সোমের ভালবাসা একইরকম পার্বতীর প্রতি। তবে এবার পার্বতীর অমতে তার বিয়ে ঠিক করে পার্থসারথি। কিন্তু ঘটনাচক্রে পার্বতীর সঙ্গে বিয়ে হয়ে যায় সোমের। মণ্ডপে পার্বতীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেও এখনও তার মন জয় করতে পারেনি সোম। 
 
 এদিকে, গ্রাম পঞ্চায়েত ভোটের প্রতিপক্ষ হিসেবে দাঁড়ায় সোম ও পার্বতীর বাবা। সোম চ্যালেঞ্জ ছুড়ে দেয় শ্বশুরমশাইকে যে, ভোটে হেরে গেলে পার্বতীকে সে বাড়িতে ফিরিয়ে দেবে। কিন্তু জয় হয় সোমের। পার্বতীকে আবারও বরণ করে ঘরে তোলে সোমের বড়বোন। কিন্তু পার্বতী মন থেকে কিছুতেই সোমকে, সোমের এই আচরণকে মেনে নিতে পারে না। তাকে মাঝখানে রেখে স্বামী আর বাবার এই লড়াই পার্বতী কিছুতেই মানতে পারে না। তাই সে সোমকে জানায়, ২১ দিনের মধ্যে সে এই বাড়ি ছেড়ে চলে যাবে। পাল্টা সোম, পার্বতীকে বলে সে এই ২১ দিনের মধ্যেই তার মন জয় করবেই। সেটা করেও সোম। সোম আর পার্বতীর প্রেম এখন পছন্দ করছেন দর্শক।
 
 এর মধ্যেই বিরাট দুর্ঘটনার কবলে তারা। সদ্য মুক্তি পাওয়া ধারাবাহিকের প্রোমোতে দেখা যাচ্ছে শহরে এসেছে সোম ও পার্বতী। ব্যস্ত শহরে এসে হিমসিম খায় তারা। এর মধ্যেই সোম আর পার্বতীর পথ আলাদা হয়ে যায়। হাত ছেড়ে যায় দু'জনের। হঠাৎই সোমকে কয়েকজন গুণ্ডা পিছন থেকে মাথায় মেরে অজ্ঞান করে দেয়। সোমকে খুঁজতে খুঁজতে পার্বতীও পথ হারিয়ে ফেলে। সে-ও গুণ্ডাদের খপ্পরে পড়ে। শহরে এসে অসহায় পার্বতী এবার কী করে উদ্ধার হবে? 

 
 প্রকাশ্যে আসা নতুন প্রোমো দেখে চিন্তার ভাঁজ পড়েছে 'দাদামণি'র দর্শকের কপালে। তবে কি কাছে এসেও দূরে চলে যাবে সোম-পার্বতী? শহরে এসে আলাদা হয়ে যাবে দু'জনের পথ? নাকি প্রতিবারের মতো পার্বতীকে উদ্ধার করবে সোম? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে। 
 
 প্রসঙ্গত, চলতি সপ্তাহে ৬.২ নম্বর পেয়ে টিআরপিতে পঞ্চম স্থানে রয়েছে এই ধারাবাহিক। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও নিজের জায়গা ধরে রেখেছে এই মেগা। শুরু থেকেই 'দাদামণি'র জনপ্রিয়তা চোখে পড়ার মতোই। সমাজমাধ্যমেও বেশ চর্চা চলে এই ধারাবাহিককে ঘিরে। গল্পের নতুন মোড়ে কোন চমক আসছে ধারাবাহিকে? এখন সেটাই দেখার।
