আজকাল ওয়েবডেস্ক: গত দু'মাসে রেকর্ড ছুঁয়েছে সোনা ও রুপো দর। নাভিশ্বাস ওঠার জোগাড়। অবশেষে গত কয়েকদিনে এই দুই মূল্যবান ধাতুর দাম নিম্নগামী! কেন এমন চমক? অর্থনীতি ছাড়াও এর নেপথ্যে রয়েছে ভূ-রাজনীতির সম্পর্ক।

মেহতা ইকুইটিজ লিমিটেডের ভিপি-কমোডিটিজ রাহুল কালান্ত্রি বলেছেন, "মূলত শক্তিশালী ডলার সূচক এবং চীন ও ভারতের সঙ্গে মার্কিন বাণিজ্য আলোচনায় উৎসাহব্যঞ্জক অগ্রগতির জেরেই এই দুই ধাতুর দাম কমেছে।" তিনি আরও বলেন যে, "গাজা শান্তি অগ্রগতিও সোনা-রূপোর দাম কমার কারণ হতে পারে। ফলে সমগ্র বোর্ডে মুনাফা গ্রহণের প্রবণতা দেখা দেয়।"

সহজ ভাষায়, যখন বিশ্বে উত্তেজনা কম থাকে এবং ডলার তার শক্তি প্রদর্শন করে, তখন বিনিয়োগকারীরা সোনা ও রুপোর মতো নিরাপদ আশ্রয়স্থল থেকে সরে যাওয়ার প্রবণতা দেখান। কিন্তু এর অর্থ এই নয় যে, দাম আর বাড়বে না। কালান্ত্রি বলেন, "মুদ্রাস্ফীতির প্রবণতা কমায় নিম্ন-স্তরের ক্রয় পুনরায় আবির্ভূত হয়েছে এবং ফেড রেট কমানোর প্রত্যাশা বুলিয়ান কমপ্লেক্সকে সহায়তা করেছে।"

সকলের নজর এখন কেন্দ্রীয় ব্যাঙ্কের কর্মকাণ্ডের ব্যস্ত সপ্তাহের দিকে। দুর্বল মুদ্রাস্ফীতির তথ্যের পর মার্কিন ফেডারেল রিজার্ভ ২৫-বেসিস-পয়েন্ট সুদের হার কমানোর আশা করছে, অন্যদিকে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাঙ্ক এবং জাপানের ব্যাঙ্ক উভয়ই, স্থির থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন-  হু হু করে কমছে সোনার দাম, ছটপুজোয় আরও কমল ২২ ক্যারাটের দর, কলকাতায় কত জেনে নিন

টেকনিক্যালি, কালান্ত্রি দেখছেন যে, সোনা ১,২২,৪৭০–১,২১,৭৮০ টাকার কাছাকাছি সমর্থন পাবে এবং ১,২৩,৯৫০–১,২৪,৮০০ টাকার কাছাকাছি প্রতিরোধের সম্মুখীন হবে। রূপোর মূল স্তর ১,৪৬,২৫০–১,৪৫,১৫০ (সমর্থন) এবং ১,৪৭,৯৫০–১,৪৮,৭৮০ (প্রতিরোধ)-এর মধ্যে ঘোরাফেরা করবে।

এদিকে, অ্যাসপেক্ট বুলিয়ন অ্যান্ড রিফাইনারির সিইও দর্শন দেশাই-য়ের মতে, নিরাপদ আশ্রয়ের চাহিদা কমে যাওয়া দামের উপর চাপ সৃষ্টি করছে। তিনি বলেছেন, "সম্ভাব্য মার্কিন-চীন বাণিজ্য চুক্তি এবং শক্তিশালী মার্কিন ডলারের আশাবাদের মধ্যে নিরাপদ আশ্রয়ের চাহিদা দুর্বল হওয়ায় সোনার দাম কমতে থাকে।" তবে দেশাই সতর্ক করে বলেছেন যে, অস্থিরতা এখনও শেষ হয়নি। তাঁর কথায়, "এই সপ্তাহটি সোনার বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠক, ফেডের ঘোষণা এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত আয়ের প্রতিবেদন-সহ গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ঘটবে।"

যদি ফেড প্রত্যাশার চেয়ে কম হার কমানোর ইঙ্গিত দেয়, তাহলে সোনার দাম আরও কমতে পারে, দেশাই বলেন। অন্যদিকে, কোনও ভূ-রাজনৈতিক উত্তেজনা সোনা-রুপোর দামকে পের ঊর্ধ্বগামী করে তুলতে পারে।