আজকাল ওয়েবডেস্ক: হাজার গোলের মাইলফলক ছোঁয়ার দিকে আরও এক ধাপ এগোলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সময় যত এগোচ্ছে, রোনাল্ডো যত কেরিয়ারের সায়াহ্নে পৌঁছচ্ছেন, ততই তিনি একের পর এক রেকর্ডের দিকে এগিয়ে চলেছেন।
রোনাল্ডোর সাফল্যের দিনে আল নাসের সহজ জয় পেল আল হাজমের বিরুদ্ধে। রোনাল্ডোর মতোই গোল পেলেন জোয়াও ফেলিক্স। আল নাসের ম্যাচটা জিতে নিয়েছে ২-০ গোলে।
ম্যাচটা ছিল আল হাজমের ঘরের মাঠে। শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে আল নাসের। গোলের সুযোগও তৈরি করেছিল আল নাসের। শুরুতেই কিংসে কোমান ও অ্যাঞ্জেলোর প্রচেষ্টা রুখে দেন প্রতিপক্ষের গোলকিপার ব্রুনো ভারেলা।
আরও পড়ুন: কী হল শ্রেয়স আইয়ারের? এখনই দেশে ফেরা হচ্ছে না ভারতীয় তারকার, কারণ জানলে চমকে যাবেন
 
 ২৫ মিনিটে আর দলকে রক্ষা করতে পারেননি ভারেলা। আইমান ইয়াহিয়ার ক্রস থেকে চমৎকার হেডে গোল করেন জোয়াও ফেলিক্স।
গোল পাওয়ার পরেও চলতে থাকে আল নাসেরের আক্রমণ। হাফ টাইমের ঠিক আগের মুহূর্তে ফেলিক্স ও অ্যাঞ্জেলো গোল করতে পারেননি। গোলগুলো হয়ে গেলে স্কোরবোর্ড রও হৃষ্টপুষ্ট হত।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেতে পারেন রোনাল্ডো। তবে তাঁকে হতাশ করেন প্রতিপক্ষের গোলকিপার ভারেলা। গোলের জন্য রোনাল্ডোকে অপেক্ষা করতে হয় ৮৮ মিনিট পর্যন্ত। এ যাত্রাতেও ভারেলা তাঁর দলকে বাঁচাতে পারেননি।
চলতি মরশুমের লিগে রোনাল্ডোর এটি ষষ্ঠ গোল। আল নাসেরের জার্সিতে টানা চার ম্যাচে গোল পেলেন রোনাল্ডো। কেরিয়ারে সিআর সেভেনের গোলসংখ্যা এখন ৯৫০।
৬ ম্যাচে টানা ছটিতেই জিতেছে আল নাসের। ১৮ পয়েন্ট নিয়ে আল নাসের এখন শীর্ষে।
আরও পড়ুন: ছিলেন গম্ভীরের ডানহাত, এবার তিনিই ‘সর্বেসর্বা’, কেকেআরের নতুন হেড কোচ এই তারকা...
