আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় দলের মিডল-অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ার চোটের কারণে আপাতত জাতীয় দল থেকে সরে দাঁড়ালেন। তবে জানা গিয়েছে, একদিনের সিরিজে অস্ট্রেলিয়া সফর শেষে তিনি এখনই দেশে ফিরছেন না।

বরং পাঁজরের চোটের চিকিৎসার জন্য আরও কিছুদিন অস্ট্রেলিয়াতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় তারকা। ফলে তাঁর দক্ষিণ আফ্রিকা সিরিজে অংশগ্রহণ এখন কার্যত অনিশ্চিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতীয় ব্যাটিং অর্ডারে অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন শ্রেয়স।

অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচে তাঁর ৬১ রানের ইনিংস এবং অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ১১৮ রানের জুটি ভারতকে বড় বিপর্যয় থেকে বাঁচায়। কিন্তু তৃতীয় ওডিআই অর্থাৎ সিডনিতে শেষ ম্যাচেই শ্রেয়সের সঙ্গে বড় দুর্ঘটনা ঘটে।

ফিল্ডিং করার সময় এক চমকপ্রদ ক্যাচ নিতে গিয়ে শ্রেয়স পিছন দিক থেকে দৌড়ে সামনে ঝাঁপ দেন। সেই সময় তাঁর বাঁ দিকের পাঁজর মাটিতে জোরে আঘাত পায়। যন্ত্রণায় কুঁকড়ে ওঠেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: নিঃঝুম রাতে চুপিচুপি দেওরের ঘরে ঢুকল বৌদি, ফঁস করে ছুরি দিয়ে কেটে দিল যৌনাঙ্গ! নৃশংস ঘটনা যোগী রাজ্যে 

একাধিক স্ক্যানের পর দেখা যায় শ্রেয়সের হাড় ভাঙেনি ঠিকই, তবে আঘাত বেশ গুরুতর। তবে সিডনির ম্যাচে তাঁকে আর ব্যাট করতে নামতে হয়নি। রোহিত শর্মা ও বিরাট কোহলি দুর্দান্ত পার্টনারশিপ গড়ে ভারতকে জয় এনে দেন।

চিকিৎসকরা জানিয়েছেন, শ্রেয়সের পাঁজরে কোনও ফ্র্যাকচার না থাকলেও সম্পূর্ণ সেরে উঠতে আরও কিছুটা সময় লাগবে। ফলে সিডনির হাসপাতাল থেকে ছাড়পত্র না পাওয়া পর্যন্ত তিনি ভারতে ফিরবেন না।

দেশে ফিরে তিনি বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে (CoE) গিয়ে বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে রিহ্যাব প্রক্রিয়া শুরু করবেন। জানা গিয়েছে, অস্ট্রেলিয়া সফর শেষে এরই মধ্যে বিরাট কোহলি লন্ডনে ফিরে গিয়েছেন, রোহিত শর্মা ও কেএল রাহুল দেশে ফিরেছেন।

অন্যদিকে, শুভমান গিল টি-টোয়েন্টি সিরিজ খেলতে ক্যানবেরায় দলের সঙ্গে যোগ দিয়েছেন। শনিবার সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরা ও ঋতুরাজ গায়কোয়াড়রা সেখানে পৌঁছেছেন বলে জানা গিয়েছে। শ্রেয়স আইয়ার বর্তমানে ভারতীয় টি-টোয়েন্টি দলের অংশ নন।

এশিয়া কাপেও টি-টোয়েন্টি দলে তাঁকে রাখা হয়নি। তিনি এখনও সেই ফরম্যাটে প্রত্যাবর্তনের অপেক্ষায়। তবে তাঁর এই ইনজুরির কারণে অন্তত ৩ থেকে ৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে চিকিৎসকদের অনুমান।

তাই নভেম্বরের শেষের আগে তাঁর প্রত্যাবর্তন কার্যত অসম্ভব, ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যাচ্ছেন তিনি। শ্রেয়স ছিটকে যাওয়ায় এই পরিস্থিতিতে ঋষভ পন্থের সামনে খুলে যাচ্ছে নতুন দরজা।

যিনি একসময় শ্রেয়সের কাছে নিজের চার নম্বরে নামার জায়গা হারিয়েছিলেন, তিনিই এবার আইয়ারের অনুপস্থিতিতে ওয়ানডে দলে ফিরে আসতে পারেন এমনটাই মনে করছে ক্রিকেট মহল।

দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ থেকেই পন্থের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের সম্ভাবনা প্রবল। এখন নজর ভারতের নির্বাচকদের দিকে।

আরও পড়ুন: পাকিস্তানের কোনও নতুন চাল! ঢাকায় ইউনুসের সঙ্গে সাক্ষাতে কী কথা হল শীর্ষ পাক সেনাকর্তার?