বুধবার ২৯ অক্টোবর ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | সিরিজ জুড়ে মশলামুড়ির স্বাদ! বিনোদনের হরেক মশলায় আস্থা রাখল ‘ডু ইউ ওয়ানা পার্টনার?’

পরমা দাশগুপ্ত | ১৭ অক্টোবর ২০২৫ ১৭ : ১২Snigdha Dey

কিছু শহরের ক্ষেত্রে ‘মেল্টিং পট’ কথাটা ভীষণ রকম খাটে। এদেশে যেমন দিল্লি কিংবা কলকাতার এ তকমা প্রাপ্তি হয়েছে বহু যুগ আগেই। রাজধানী অঞ্চলে যেমন কর্মসূত্রে দেশের নানা দিক থেকে আসা বিভিন্ন ভাষাভাষী মানুষের গা ঘেঁষাঘেঁষি করে থাকা গড়ে তুলেছে হরেক সংস্কৃতির মিলমিশ। কলকাতাও তেমন নানা রাজ্যের বা ভিনদেশি মানুষের কল্যাণে হয়ে গিয়েছে হরেক রকম খাবারের মিলিজুলি রাজপাট। এ হেন দুই শহরই যদি হয়ে ওঠে কোনও গল্পের প্রেক্ষাপট, তবে তারও বোধহয় ‘মেল্টিং পট’ হয়ে ওঠার সাধ জাগতেই পারে!

 

 

 

 

ঠিক যেমনটা হয়ে উঠল ধর্মাটিক প্রোডাকশন্সের নতুন সিরিজ ‘ডু ইউ ওয়ানা পার্টনার?’ । অ্যামাজন প্রাইমে সম্প্রতি মুক্তি পাওয়া এই সিরিজের গল্প বোনা আছে দিল্লি-গুরগাঁও এবং কলকাতা জুড়ে। আর সেই কাহিনিতে? কর্পোরেটের সিঁড়িভাঙা অঙ্ক থেকে তারুণ্যের জেদে স্টার্ট আপ খোলা, উচ্চাকাঙ্খার ছুট থেকে ব্যবসাদারি শত্রুতা, দিল্লির ছুটন্ত অথচ রইসি জীবনযাপন থেকে কলকাতার আলসে বিলাসিতা, আন্ডারওয়ার্ল্ডের পেশীবহুল চোখরাঙানি থেকে সাদামাঠা স্বপ্নপূরণের খিদে, হিন্দি বলয়ের পুরুষতান্ত্রিক কাঠিন্য থেকে বাঙালির উদারমনা মিষ্টতা, নিখাদ বন্ধুত্ব থেকে সব হিসেব গুলিয়ে দেওয়া হিংসে, প্রেম থেকে হার্টব্রেক— বিনোদনের কোনও মশলাই বাদ দিতে চাননি পরিচালক জুটি কলিন ডিকুনহা এবং অর্চিত কুমার। ফলে সবটা মিলেমিশে মশলামুড়ি! বলা ভাল, মেল্টিং পট! কারণ এত কিছু মিলেমিশে মশলামুড়ির মতোই স্বাদ বেড়েছে গল্পের। 

 

 

 

 

 

কলকাতার মেয়ে, বড় হয়ে গুরগাঁওবাসী শিখা রায়চৌধুরী (তামান্না ভাটিয়া) এক ব্রিউয়ারিতে চাকরি করে। ক্ষুরধার মার্কেটিংয়ে সে সিদ্ধহস্ত। বাঙালি বাবা, অকালপ্রয়াত সঞ্জয় রায়চৌধুরী (ইন্দ্রনীল সেনগুপ্ত) ছিলেন জাত ব্রিউয়ার। বাড়ির গ্যারাজে স্রেফ নেশাতেই বানাতেন অচেনা রেসিপির দুরন্ত স্বাদের বিয়ার। সেই নেশা চারিয়ে গিয়েছিল ছোট্ট শিখার মধ্যেও। তাই একসঙ্গে ব্যবসার নামে বাবার বন্ধু-পার্টনার বিক্রম ওয়ালিয়া (নীরজ কবি) যখন ছলেবলে হাতিয়ে নেয় সেই বিয়ারের পেটেন্ট থেকে ট্রেডমার্ক, বাবাকে মনেপ্রাণে নিঃস্ব হয়ে যেতে দেখে শিখার মধ্যেও তৈরি হয়েছিল জেদ। বাবার স্বপ্নের বিয়ার রেসিপিকে একদিন সে জনপ্রিয় করে তুলবেই! 

 

 

আরও পড়ুন: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল না মেজর মোহিত শর্মা, ‘ধুরন্ধর’-এ কার চরিত্রে রয়েছেন রণবীর?

 

 

মনের মধ্যে সেই বীজই চারাগাছ হয়ে উঠল একদিন। বিপুলায়তন বিয়ার কোম্পানি সিলভার টাস্ক শিখাদের ব্রিউয়ারিকে কিনে নেওয়ায় চাকরি গেল তার। সেই সিলভার টাস্ক-এর মাথায় আর কেউ নন, তার বাবার বিশ্বাসঘাতক বন্ধু ওয়ালিয়া। প্রতিশোধ স্পৃহায় জ্বলে ওঠা শিখা ঠিক করল অ্যালকোহল ব্যবসার এই পুরুষতান্ত্রিক দুনিয়ায় বাবার রেসিপিতে তৈরি ক্রাফট বিয়ারের স্টার্টআপ সে খুলবেই। তাতে সে টেনে নিয়ে এল নিজের ছোটবেলার বন্ধু, ফাইন্যান্স উইজার্ড আনাইতা ম্যাকুজিনা (ডায়ানা পেন্টি)-কে। সেই স্বপ্নপূরণের সফরে একে একে জুটে গেল শিখার বাবার মতোই পাগলাটে, প্রতিভাধর ব্রিউমাস্টার ববি বাগ্গা (নকুল মেহতা), আনাইতার গ্রাফিক ডিজাইনার ভাই ফিরদৌস (সুফি মোতিওয়ালা) এবং শিখার ডেডিকেটেড বয়ফ্রেন্ড কবীর (রণবিজয় সিং)। 

 

 

 

 

 

 

কিন্তু সবই তো হল, টাকা কই! ক্রাফট বিয়ার তৈরি থেকে সঠিক মার্কেটিংয়ে তাকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করা কিংবা জনপ্রিয়তা তৈরি, সবেতেই যে বিপুল টাকার দরকার। অতএব দুই কন্যে বাজারে নেমে পড়ল পার্টনার খুঁজতে। কিন্তু সে কি মুখের কথা! হয় নতুন মুখেদের কেউ টাকা দিতে চায়না, কিংবা পুরুষতন্ত্রে বিশ্বাসী দিল্লিওয়ালারা মদের ব্যবসায় নামা মেয়েদের কোনওরকম গুরুত্ব দিতেই নারাজ! শেষমেশ যুদ্ধের ময়দানে শিখা আর আনাইতা পেয়ে গেল তাদের তুরুপের তাস ডিলান (জাভেদ জাফরি)-কে। সঙ্গে সামিল হল লেডি ডন লায়লা সিং(শ্বেতা তিওয়ারি)-ও। ব্যবসায়িক শত্রুতার রক্তচক্ষু হেনে আসরে নামল ওয়ালিয়া-ও। 

 

 

 

 

 

এতসব পেরিয়ে কি সাফল্যের মুখ দেখবে শিখা-আনাহিতার স্টার্টআপ? কোন দিকে গড়াবে তাদের ব্যবসা থেকে সম্পর্কের ভবিষ্যৎ। কমেডি থেকে নাটকীয়তায়, মজাদার সংলাপে সেই গল্পই বলেছে ‘ডু ইউ ওয়ানা পার্টনার?’ বাবার স্বপ্নকে নিজের মধ্যে গেঁথে এগিয়ে চলার ছুটে, বন্ধুত্ব-প্রেমের মিষ্টি গন্ধে, উচ্চাকাঙ্ক্ষা আর নতুন পথচলায় জড়িয়ে থাকা হিসেবের ভুলে শিখাকে ভারী জীবন্ত করে গড়ে তোলেন তামান্না। উল্টোদিকে পুরোদস্তুর কর্পোরেট লেডি, অফিসে তুমুল পরিশ্রম করে আনা সাফল্যের স্বীকৃতি না পেয়ে বন্ধুদের স্টার্টআপে যোগ দেওয়া আনাইতাকেও বিশ্বাসযোগ্য লাগে ডায়ানার অভিনয়ে। দু’জনের বন্ধুত্বের সারল্য থেকে ভুল বোঝাবুঝি তাই সবটাই যেন বাস্তব থেকে উঠে আসে। 

 

 

 

 

বিক্রম ওয়ালিয়ার চরিত্রে নীরজ যতটাই নাটকীয়, লায়লা কিংবা ডিলানকে ততটাই চেনা তারে বাঁধেন শ্বেতা আর জাভেদ। বিয়ার নিয়ে মশগুল ববি কিংবা প্রেমিক কবীর হয়ে মন কাড়েন নকুল আর রণবিজয়ও। ফ্ল্যাশব্যাকে ইন্দ্রনীলের তেমন কিছু করার ছিল না। তবে ফিরদৌস ওরফে ফিরুর ছোট্ট চরিত্রে সুফি কিংবা শিখার মা রাধা হিসেবে আয়েশা রাজা মিশ্রকে বেশ লাগে।           

 

 

 

তবে হ্যাঁ, ‘মেড ইন হেভেন’ থেকে ‘ব্যান্ড বাজা বরাত’, ‘ডেলহি বেলি’ থেকে ‘রকি অউর রানি’ কিংবা ‘আপ জয়সা কোই’— কারও আধ চামচ, কারও এক, কারও দুই কিংবা তিন চামচ দিব্যি ঢেলে ঘেঁটে নেওয়া গিয়েছে গল্পে। প্রথম চারটে পর্ব তাই কোথাও কোথাও খানিক খাপছাড়া ঠেকে। পঞ্চম পর্বে এসে সে ব্যাপারটা কাটিয়ে উঠে গতি পায় গল্প। ইদানীং দিল্লির অভিজাত জীবন কিংবা বাঙালি পরিবারের গল্প ওটিটি-দুনিয়ায় হট ফেভারিট। সে অঙ্কটাও মাথায় রাখতে ভোলেননি নির্মাতারা। তবে একই জিনিস বারবার দেখলে যে ক্লিশেও লাগে একটু!


নানান খবর

বিপ্লবীর ছদ্মবেশে প্রকাশ্যে জিৎ! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মোশন পোস্টারে নেটপাড়ায় আগুন জ্বালালেন টলি তারকা

অমিতাভের পা ছুঁয়ে বিরাট বিপাকে দিলজিৎ! দিলজিতের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিল খালিস্তানি গোষ্ঠী? কী হুমকি দিল?

‘নিজের মতো বাঁচব, বাকিটা? ধুর, ছাড় তো!’ স্বস্তিকা মুখোপাধ্যায়ের জীবনবোধে মুগ্ধ নেটপাড়া

পুজোয় মাত্র ৩ ছবি! আসছে বার্ষিক মুক্তির ক্যালেন্ডার, বক্স অফিসে রেষারেষি ঠেকাতে আর কী কী নিয়ম

বড়পর্দায় এবার নগ্ন হচ্ছেন প্রভাস? সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবির টিজারে কোন ইঙ্গিত পেয়ে তোলপাড় হয়ে উঠেছে নেটপাড়া?

'আমার যৌনতা নিয়ে মজা, আর সলমন স্যার...'ঘরছাড়া হতেই 'বিগ বস' নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন বাসির আলি

কিডনি ফেলিওর নয়, সতীশ শাহের মৃত্যুর আসল কারণ কী? অবশেষে প্রকাশ্যে আনলেন 'সারাভাই বনাম সারাভাই'-র সহঅভিনেতা

চলতি বছরে কবে মুক্তি পাচ্ছে ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’? অভিনব কায়দায় ঘোষণা করলেন মনোজ বাজপেয়ী!

উদ্বোধনী মঞ্চে শত্রুঘ্ন সিনহা, রমেশ সিপ্পি, থাকতে পারেন শর্মিলাও! ৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের চমকে আর কী কী?

'তখন সময়টা উত্তপ্ত ছিল, তাই সমাজমাধ্যমে মন্তব্য করেছিলাম...' সাক্ষাৎকারে বলা সোহিনীর কথার কী জবাব দিলেন কুণাল ঘোষ?

হাতের মুঠোয় সুযোগ থাকলেও বলিউডে আসতে চান না অমিতাভের নাতনি! নিজের সিদ্ধান্তের আসল কারণ খোলসা করলেন নব্যা

কীভাবে সেজে উঠছে 'রূপমতী'র চরিত্ররা? রূপকথার গল্পের চমক হিসেবে কোন 'ট্রিক' ফলো করছেন ডিজাইনার ও রূপটান শিল্পীরা?

তেজাব-এ অনিল কাপুর নন, তিনি-ই ছিলেন প্রথম পছন্দ! কার 'উস্কানি'তে সরতে হল তাঁকে? মাধুরীকে সাক্ষী টেনে বিস্ফোরক আদিত্য পাঞ্চোলি!

‘শ্রীরামকৃষ্ণ’র চরিত্র জাতীয় পুরস্কার দিয়েছিল মিঠুনকে, সৃজিতের ছবিতে ‘পরমহংস’ হওয়ার সময় মিঠুন-তুলনা মাথায় এসেছিল? চাঁচাছোলা জবাব পার্থর!

‘নায়ক’-এর পর বড়পর্দায় ঝকঝকে হয়ে ফিরছে ‘অরণ্যের দিনরাত্রি’! মুক্তির দিন থাকছেন শর্মিলাও, কোথায় দেখতে পাবেন সত্যজিতের এই ছবি?

এই তারকার সঙ্গে কি ঝামেলা গম্ভীরের? কেন বারবার বাদ? তুলোধোনা টিম ইন্ডিয়ার হেড কোচকে

দুবরাজপুরে এক ছাদের নিচে ‘মমতা’ আর ‘মোদি’! কাকতালীয় দিদি-ভাই জুটিতে চর্চা তুঙ্গে

চন্দননগরে উৎসবের আমেজ! জগদ্ধাত্রী পুজোয় রীতি মেনে শুরু হয়েছে কুমারী পুজো

বৃষ্টিতে উলটে পড়ছে বড় বড় আলোর গেট! দুর্ঘটনা এড়াতে রাস্তার আলোর তোরণ খুলে ফেলা হচ্ছে চন্দননগরে

স্ত্রী, মেয়েদের বাইরে বেরোনো নিয়ে চরম আপত্তি! প্রতিশোধ নিতে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী, জানলে শিউরে উঠবেন আপনিও

শহরের নামী হোটেলে মাদক পাচারের চেষ্টা,উদ্ধার কোটি টাকার হেরোইন 

কোন বয়সের পর কমে শুক্রাণু? বাবা হওয়ার পথে কখন আসতে পারে বাধা? জানুন বিজ্ঞানের ব্যাখ্যা

আর ত্রৈমাসিক নয়, এবার থেকে প্রতিমাসে প্রকাশিত হবে 'শব্দছকের শব্দবাণ', থাকছে একাধিক চমক

কলকাতায় বড়সড় জালিয়াতির চক্র! পোস্ট অফিসের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেপ্তার এক

শরীরের এই ৫ জায়গার ব্যথায় লুকিয়ে ক্যানসারের বিপদ! উপেক্ষা করলেই বাড়বে মারণ রোগে মৃত্যুর ঝুঁকি

পায়ুপথে অক্সিজেন ঢুকবে শরীরে 'বাট ব্রিদিং' উপায়ে, ফুসফুস না চললেও বিপদ নেই! যুগান্তকারী আবিষ্কার চিকিৎসাবিজ্ঞানে

ওয়াশিংটন সুন্দর কি আইপিএলে দল বদলাচ্ছেন? ধোঁয়াশা পরিষ্কার করলেন অশ্বিন

কবে ফিরবেন দেশে? ভোট নিয়েই বা কী ভাবছে আওয়ামী লিগ, ভারতে বসেই বড় আপডেট দিলেন হাসিনা

ট্রাম্পের নতুন দাবি: “ভারত–পাকিস্তান যুদ্ধ থামাতে ২৫০% শুল্কের হুমকি দিয়েছিলাম” — মোদিকে ‘কিলার’ বলেও বর্ণনা

আগরকরের উদ্দেশে বার্তা তারকা অলরাউন্ডারের, নির্বাচক প্রধান কি মানবেন তাঁর কথা?

রাজধানিতে বেপরোয়া গাড়ির বলি! যুবতীকে পিষে পালাল চালক, ২৪ ঘণ্টার মধ্যে যেভাবে ধরা পড়ল অভিযুক্ত

সোশ্যাল মিডিয়া