রবিবার ১০ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বিদেশ | WHO: বিশ্বে কমছে প্রাপ্তবয়স্ক ধূমপায়ীর সংখ্যা: হু

Pallabi Ghosh | ১৮ জানুয়ারী ২০২৪ ০৮ : ০৪Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: ক্রমশই পৃথিবীতে কমতে শুরু করেছে প্রাপ্তবয়স্ক ধূমপায়ীর সংখ্যা। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন দেশের প্রাপ্তবয়স্কদের মধ্যে ধূমপান ছাড়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। গত দু-তিন বছর ধরে এই প্রবণতা আরও গতিশীল হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।
মঙ্গলবার এক প্রতিবেদনে হু জানিয়েছে, ২০২২ সালে বিশ্বে গড়ে প্রতি ৫ জন প্রাপ্তবয়স্ক ধূমপায়ীর মধ্যে একজন এই অভ্যাস ত্যাগ করেছেন। এর আগে এত ব্যাপক মাত্রায় ধূমপান ছাড়ার চিত্র পরিলক্ষিত হয়েছিল ২০০০ সালে। সে বছর গড়ে ধূমপান ছেড়েছিলেন প্রতি ৩ জন প্রাপ্তবয়স্কদের একজন।
বর্তমানে যে হারে ধূমপান ছেড়ে দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, এই ধারা অব্যাহত থাকলে আগামী ২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্তত ১৫০টি দেশ ধূমপান ও তামাকজাত পণ্যের ব্যবহার নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য লাভ করবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
তবে ধূমপায়ীদের সংখ্যা কমতে থাকলেও ধূমপানজনিত কারণে মৃত্যুর সংখ্যায় শীঘ্রই বড় কোনও হ্রাস ঘটার সম্ভাবনা আপাতত নেই। এ প্রসঙ্গে হু’র ভাষ্য, তামাকজনিত মৃত্যুর হারে উল্লেখযোগ্য পরিবর্তনের জন্য আরও সময় প্রয়োজন।
হু’র প্রতিবেদনে এ প্রসঙ্গে বলা হয়েছে, ‘যেসব দেশ ধূমপান নিয়ন্ত্রণে ইতোমধ্যে দৃঢ় পদক্ষেপ নিয়েছে, তামাকজনিত কারণে মৃত্যুর হার হ্রাস বা এ জাতীয় কোনও বড় পরিবর্তন দেখতে হলে সেইসব দেশকে অন্তত আরও ৩০ বছর অপেক্ষা করতে হবে।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, বিশ্বে ধূমপান ও তামাকজনিত কারণে বর্তমানে প্রতি বছর বিশ্বে মৃত্যু হয় আশি লাখেরও বেশি মানুষের। এদের মধ্যে প্রায় ১৩ লাখ পরোক্ষ ধূমপায়ী। অর্থাৎ নিজেরা ধূমপান করেন না, কিন্তু ধূমপায়ীদের আশপাশে থাকার কারণে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগে মারা যান।
তাছাড়া বর্তমানে যে গতিতে ধূমপায়ীদের সংখ্যা হ্রাস পাচ্ছে, তা আশাব্যাঞ্জক হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার গৃহীত লক্ষ্যমাত্রার তুলনায় ধীর। ২০১০ সাল থেকে ২০২৫ সালের মধ্যে বিশ্বজুড়ে ধূমপান ও তামাকজনিত কারণে মৃত্যুহার ৩০ শতাংশ হ্রাসের লক্ষ্যমাত্রা নিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এই মুহূর্তে বিশ্বের মাত্র ছয়টি দেশ এই লক্ষ্যমাত্রার কাছাকাছি রয়েছে। এই দেশগুলো হল ব্রাজিল, ডেমোক্রেটিক রিপাবলিক (ডিআর) কঙ্গো, মিসর, ইন্দোনেশিয়া, জর্ডান, মলদোভা এবং ওমান। প্রাপ্তবয়স্ক ধূমপায়ীদের মধ্যে ধূমপান ত্যাগের প্রবণতা বৃদ্ধি পেলেও সমাজ থেকে এ সংক্রান্ত উদ্বেগ এখনও কাটেনি। কারণ হু’র পর্যবেক্ষণ বলছে, অপ্রাপ্তবয়স্ক ধূমপায়ীদের ধূমপান ত্যাগের ক্ষেত্রে তেমন কোনও সাফল্য এখনও আসেনি।
সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে বর্তমানে অন্তত ৩ কোটি ৭০ লাখ অপ্রাপ্তবয়স্ক সিগারেট এবং অন্যান্য তামাকজাত পণ্যে অভ্যস্ত। এই অপ্রাপ্তবয়স্কদের সবাই ১৩ থেকে ১৫ বছর বয়সী কিশোর-কিশোরী। বর্তমানে বিশ্বে যত ধূমপায়ী রয়েছেন, তাদের মধ্যে এই কিশোর-কিশোরীদের হার অন্তত ১০ শতাংশ।
তবে ধূমপায়ী কিশোর-কিশোরীদের প্রকৃত সংখ্যা পরিসংখ্যানের চেয়ে আরও অনেক বেশি বলে মনে করে ডব্লিউএইচও। কারণ, অন্তত ৭০টি সদস্যরাষ্ট্র এ সংক্রান্ত কোনও তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেয়নি।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

বাতাসের একিউআই ১৯০০ পার, তীব্র কষ্টে বাসিন্দারা, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তকমা পেল এই জায়গা! ...

ব্যাগ মাত্র দুই সেন্টিমিটার বেশি চওড়া! তার জন্য কত টাকা মাসুল দিতে হল বিমানযাত্রীকে জানলে চমকে উঠবেন!...

হু-হু করে কমছে ওজন, কী চেহারা হয়েছে সুনীতা ইউলিয়ামসের! মহাকাশে ঘটে যাওয়া কাণ্ড নিয়ে তোলপাড় ...

কখনও ৭৭ বছর আগের কেক খেয়েছেন, এই কেকই বিক্রি হল ২ লক্ষ ৪০ হাজার টাকায়, কেন ...

আর উঠবে না সূর্য, এবার যেতে হবে নতুন পৃথিবীতেই

পাকিস্তানের বালুচিস্তানে আত্মঘাতী জঙ্গি হামলা, ভিড় ঠাসা স্টেশনকে টার্গেট করল জঙ্গিরা...

পূর্ব গোলার্ধে শক্তিশালী হচ্ছে পৃথিবীর চৌম্বকীয় মেরু, কোন নতুন বিপদ দরজায় কড়া নাড়ছে...

ট্রাম্প সম্পর্কে বিস্ফোরক ভবিষ্যদ্বাণী! যাতে তছনছ হবে আমেরিকা, ভুগতে হবে সারা বিশ্বকে...

৫ মিলিয়ন সোলার প্যানেলকে প্রথমবার জুড়ে দেওয়া হল, তারপর কী হল ...

ক্যান্সারে নতুন আশার আলো, কোন ডিএনএ-কে কাবু করতে চাইছেন গবেষকরা...

হোয়াইট হাউসের ‘‌চিফ অফ স্টাফ’‌ পদে প্রথম কোনও মহিলা, কে এই সুসি ওয়াইলস ...

দক্ষিণ আফ্রিকার ত্রাস কেপ কোবরা, ভয়ে কাঁপছেন সকলেই...

সৌদির মরুভূমিতে আচমকা তুষারপাত, সাদা চাদরে ঢাকল মরু অঞ্চল, কী এমন ঘটল? ...

হু-হু করে বাড়ছে গাধার সংখ্যা, বেজায় স্বস্তিতে পাকিস্তান, কারণ জানলে চমকে যাবেন ...

‘ভারত এবং হিন্দুরা ‘ট্রু ফ্রেন্ড’ হিসেবে পাবে হোয়াইট হাউসকে’, জিততেই ফিরে আসছে ট্রাম্পের পুরনো ভাষণ ...

প্রাক্তন প্রেমিককে বিষ মেশানো স্যুপ খাওয়ানোর চেষ্টা, তরুণীর ভুলে প্রাণ গেল ৫ জনের ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



01 24