আজকাল ওয়েবডেস্ক: এক মাসে তিনবার। জলসীমা অতিক্রম করার অপরাধে ১৮ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেপ্তার করল শ্রীলঙ্কার নৌসেনা। তাঁদের ট্রলারগুলিকেও আটক করা হয়েছে বলে খবর। ঘটনাটি ঘটেছে উত্তরপূর্বের মান্নারে। ১৮ জনকেই মান্নারের দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারদের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, রবিবার ১০ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেপ্তার করে শ্রীলঙ্কার নৌসেনা। তার আগে শনিবার আরও ১২ জন মৎস্যজীবীকেও জলসীমা অতিক্রম করার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। সকলেরই ট্রলারগুলিকে আটক করা হয়েছে। মৎস্যজীবীদের প্রসঙ্গে ভারতের সঙ্গে শ্রীলঙ্কার একটি চুক্তি সই করা হয়েছে। কিন্তু তারপরও শ্রীলঙ্কার নৌসেনা ভারতীয় ট্রলার দেখে তাদের দিকে গুলি ছুঁড়েছে বলেও অভিযোগ উঠেছে। পাল্কের কাছে একটি সরু খাঁড়ি রয়েছে। এই জায়গাটি মাছ ধরার পক্ষে আদর্শ। এখানেই ভারত এবং শ্রীলঙ্কার মৎস্যজীবীরা মাছ ধরতে যান। তবে ইদানিং দেখা যাচ্ছে শ্রীলঙ্কার নৌসেনা বারেবারে ভারতীয় মৎস্যজীবীদের জলসীমা অতিক্রান্তের অজুহাতে তাঁদের গ্রেপ্তার করছে। বিগত বছরেও ২৪০ জন ভারতীয় মৎস্যজীবী শ্রীলঙ্কার নৌসেনার হাতে গ্রেপ্তার হয়। ভারতের পক্ষ থেকে বিষয়টি নিয়ে শ্রীলঙ্কার সঙ্গে আলোচনা শুরু হয়েছে।
