আজকাল ওয়েবডেস্ক:‌ জলপাইগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত এক পুলিশ আধিকারিক। জানা গেছে, মঙ্গলবার সকালে মাস্টার প্যারেডে যোগ দিতে বাইকে চড়ে পুলিশ লাইনে যাচ্ছিলেন জলপাইগুড়ির মনিটারিং সেলের ওসি করুণকান্ত রায়। চারপাশ ছিল ঘন কুয়াশায় ঢাকা। সদর হাসপাতালের কাছে একটি পথকুকুর চলে আসে তাঁর বাইকের সামনে। যা দেখামাত্রই ওসি তাকে বাঁচাতে গিয়ে বাইকের চাকা ঘুরিয়ে দেন। তাতেই ঘটে বিপত্তি। বাইকটি ডিভাইডারে ধাক্কা দেয়। বাইক থেকে ছিটকে পড়েন পুলিশ আধিকারিক। সেখান থেকে সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া জেলা পুলিশ মহলে। হাসপাতালে ছুটে যান জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। মৃত ওসির পরিবার কান্নায় ভেঙে পড়েছে।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই রাজ্যে চলছে ঘন কুয়াশার দাপট। একাধিক দুর্ঘটনা ঘটেছে। ট্রেন, বিমান দেরিতে চলেছে। এরই মধ্যে ঘটে গেল এই দুর্ঘটনা।